টি২০তে পাকিস্তানের টানা সপ্তম জয়

প্রকাশ | ০২ নভেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
জয়ের জন্য শেষ বলে নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল ৭ রান। সেই হিসেবে শেষ বলে ছক্কা হলেই ম্যাচ গড়াতো সুপার ওভারে। কিন্তু শাহিন শাহ আফ্রিদির বলে রস টেলর নিতে পারলেন চার রান। এতে রোমাঞ্চ ছড়ানো ম্যাচটি পাকিস্তান জিতে নেয় ২ রানে। টি২০তে এটি তাদের টানা সপ্তম জয়। ওই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে তারা। শেখ জায়েদ স্টেডিয়ামে বুধবার সিরিজের প্রথম টি২০তে আগে ব্যাট করে পাকিস্তান করে ৬ উইকেটে ১৪৮ রান। জবাবে নিধাির্রত ওভারে নিউজিল্যান্ড থামে ৬ উইকেটে ১৪৬ রানে। এতে ২ রানের জয় পায় পাকিস্তান। সবশেষ ১৭টি টি২০ ম্যাচে এটি ১৫তম জয় সরফরাজ আহমেদের দলের। পাকিস্তানের শুরুটা মনে রাখার মতো হয়নি। দলগত ১০ রানের মধ্যে দুই ওপেনার আউট হয়ে যান। এরপর আসিফ আলির ২৪, হাফিজের ৪৫ আর অধিনায়ক সরফরাজের ৩৪ রানে ভর করে লড়াইয়ের পঁুজি পায় পাকিস্তান। জবাবে নিউজিল্যান্ড ওপেনিং জুটিতে ৫০ রান যোগ করলেও মিডলঅডার্র ব্যাটসম্যানরা দৃঢ়তা দেখাতে না পারায় রান তোলার গতি ঝিমিয়ে পড়ে। ওপেনার কলিন মুনরো ৪২ বলে ৫৮ রান আর রস টেলর ২৬ বলে ৪২ রানের ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি।