ড্র করেও শীষের্ রাজশাহী

প্রকাশ | ০২ নভেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
রংপুর ক্রিকেট গাডেের্ন নাটকীয় কিছু ঘটেনি শেষ দিনে। খেলা শেষ নি®প্রাণ ড্রয়ে। তৃতীয় দিন শেষেই যেটার আভাস মিলেছিল। তবে স্বাগতিক রংপুর বিভাগ চাইলে কিছুটা রোমাঞ্চ ছড়াতেও পারত জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডের প্রথম স্তরের ম্যাচটি। পয়েন্ট তালিকায় শীষের্ ওঠার হাতছানি দেয়া ম্যাচেও তারা হেঁটেছে নিরাপদ পথে। ম্যাচ থেকে নিজেদের পরাজয়ের শঙ্কা দূর করেই দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে। প্রতিপক্ষ রাজশাহী বিভাগও ২৭৫ রানের লক্ষ্য তাড়া করে জয়ের আশা দেখেনি। স্বাভাবিক খেলাটা খেলেই ড্র নিয়ে মাঠ ছেড়েছে দলটি। ওই ড্রয়ে পয়েন্ট টেবিলের শীষর্ স্থানটাও নিজেদের দখলে রেখেছে তারা। রংপুরের ৩৩৬ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২৪৮ রানে অলআউট হয় রাজশাহী। ফলে ৮৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করে রংপুর। ৮ উইকেটে ১৮৬ রান তুলে ইনিংস ঘোষণা করে তারা। তাতে রাজশাহীর সামনে জয়ের লক্ষ্য দঁাড়ায় ২৭৫ রান। দলটি ২ উইকেট হারিয়ে ১৩৩ রান তোলার পর ম্যাচটি ড্র ঘোষণা করা হয়। এই ড্রয়ের পর ২৫.৩১ পয়েন্ট নিয়ে প্রথম স্তরে শীষের্ রাজশাহী, দ্বিতীয় স্থানে থাকা রংপুরের পয়েন্ট ২১.০৯। প্রথম স্তরের আরেক ম্যাচ পরিত্যক্ত হওয়ায় দুই প্রতিপক্ষ বরিশাল আর খুলনা বিভাগ সমান দুটো করে পয়েন্ট পেয়েছে। তাতে ১৩.১১ পয়েন্ট নিয়ে বরিশাল তৃতীয় আর ১৩.০৪ পয়েন্ট নিয়ে খুলনা চতুথর্ স্থানে রয়েছে। তৃতীয় দিনেই ঢাকা মেট্রোকে হারিয়ে দ্বিতীয় স্তরে পয়েন্ট টেবিলের শীষর্ স্থান দখলে নিয়েছে ঢাকা বিভাগ। পঞ্চম রাউন্ড শেষে তাদের পয়েন্ট ২৫.৩১। ২১.০৯ পয়েন্ট নিয়ে দুইয়ে ঢাকা মেট্রো, ১৭.৫ পয়েন্ট নিয়ে তিনে চট্টগ্রাম বিভাগ আর ১৬.৬২ পয়েন্ট নিয়ে তলানীতে অবস্থান সিলেট বিভাগের। সিলেট আর চট্টগ্রাম বিভাগের মধ্যকার পঞ্চম রাউন্ডের ম্যাচটি বৃষ্টির বাগড়ায় ড্র হয়েছে। প্রথম তিন দিনের খেলা পরিত্যক্ত হওয়ার পর শেষ দিনে খেলা হয়েছে ১৩ ওভার। তাতে ১ উইকেট হারিয়ে ২৬ রান করে সিলেট।