সংবাদ সংক্ষপে

প্রকাশ | ০২ নভেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
ক্রিকেট অস্ট্রেলিয়া প্রধানের পদত্যাগ ক্রীড়া ডেস্ক গত সপ্তাহেই নতুন করে তিন বছরের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সভাপতি হিসেবে পুননির্বাির্চত হয়েছিলেন ডেভিড পিভার। এরইমধ্যে তিনি দিলেন পদত্যাগের ঘোষণা। বৃহস্পতিবার সিএ’র বোডর্ সভায় পিভারের পদত্যাগের খবর নিশ্চিত করা হয়েছে। জানানো হয়েছে, স্থায়ী সভাপতি হিসেবে কাউকে নিয়োগ দেয়ার আগ পযর্ন্ত অন্তবর্তীর্কালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আলর্ এডিংস। অন্তবর্তীর্কালীন সভাপতির দায়িত্ব পেয়ে এক বিবৃতিতে এডিংস বলেছেন, ‘পিভারকে তার সেবার জন্য ধন্যবাদ। মেয়েদের ক্রিকেট উন্নয়নে তিনি দারুণ ভূমিকা রেখেছেন। বোডর্ জানে ক্রিকেটমহলের আস্থা ফিরে পেতে অনেক কাজ করতে হবে। আমরা এবং নিবার্হী কমিটি তা করতে বদ্ধপরিকর।’ ঠিক কি কারণে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সভাপতির পদ ছেড়েছেন ডেভিড পিভার। তাৎক্ষণিক প্রতিক্রিয়ার এ ব্যাপারে তেমন কিছু জানায়নি সংস্থাটি। তবে এটা পরিষ্কার, পিভারের পদত্যাগের পেছনে রয়েছে গত মাচের্ কেপটাউন টেস্টে অস্ট্রেলিয়া দলের বল টেম্পারিং-কলঙ্ক। বলা হচ্ছে, কেপটাউনে স্মিথ-ওয়ানার্র-বেনক্রফটদের বল টেম্পারিংয়ে দায় রয়েছে অজি বোডের্রও। গোটা বিষয়টা নিয়ে ব্যপক সমালোচনার মধ্যে পড়েন পিভার। এরই ফলশ্রæতিতে পদত্যাগ তার। ওয়ানডে সিরিজও জিতল ভারত ক্রীড়া ডেস্ক পঁাচ ওয়ানডের সিরিজ। ওয়েস্ট ইন্ডিজ লড়াইটা বঁাচিয়ে রেখেছিল শেষ ম্যাচ পযর্ন্ত। তবে ঘরের মাঠের ভারতকে রুখতে পারেনি তারা। বৃহস্পতিবার সিরিজের পঞ্চম এবং শেষ ওয়ানডেটি ৯ উইকেটে জিতেছে ভারত, তাতে ৩-১ ব্যবধানে সিরিজটাও নিজেদের করে নিয়েছে বিরাট কোহলির দল। ভারতীয় বোলারদের তোপে এদিন মাত্র ১০৪ রানেই গুটিয়ে যায় আগে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ১৪.৫ ওভারে মাত্র ১ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পেঁৗছে যায় ভারত। শুরুতেই শিখর ধাওয়ানকে (৬) হারালেও দলপতি কোহলি আর রোহিত শমার্ দ্বিতীয় উইকেটে ৯৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে গেছেন। রোহিত ৬৩ আর কোহলি ৩৩ রানে অপরাজিত ছিলেন। টস জিতে ব্যাট করতে নামাই যেন কাল হয়েছে ওয়েস্ট ইন্ডিজের। ৩১.৫ ওভারেই তারা গুটিয়ে যায়। দলের আট ব্যাটসম্যানই দুই অংকের ঘর ছুঁতে পারেননি। সবোর্চ্চ ২৫ রান করেন অধিনায়ক জেসন হোল্ডার। ২৪ করেন আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান মারলন স্যামুয়েলস। ৩৪ রান দিয়ে ৪টি উইকেট নেন রবিন্দ্র জাদেজা। দুটি করে উইকেট পান জাসপ্রিত বুমরাহ আর খলিল আহমেদ। ম্যাচসেরা হয়েছে জাদেজা।