সিদ্ধান্ত কোয়ালিফায়ার শেষে

সাকিবের প্রস্তুতি ভালো হচ্ছে :সুজন

প্রকাশ | ১৪ অক্টোবর ২০২১, ০০:০০

ম ক্রীড়া ডেস্ক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে দিলিস্ন ক্যাপিটালসের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবেন সাকিব আল হাসান। আর তাকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিদ্ধান্ত নেবে এই দ্বিতীয় কোয়ালিফায়ারের পরেই। ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজকে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন। টি২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডকে সামনে রেখে ইতোমধ্যে শ্রীলংকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সামনে আছে আরও একটি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ। তবে দলের সেরা তারকা সাকিব আল হাসান এখনো দলের সঙ্গে যোগ দেননি। ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজকে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, 'আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারের পর আমরা সাকিবকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।' এদিকে দ্বিতীয় দফার আইপিএলের প্রথম দিকে সুযোগ না পেলেও শেষ তিন ম্যাচে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেই দলে জায়গা করে নিয়েছেন সাকিব। আর শেষ তিন ম্যাচে তার পারফরম্যান্সও ছিল দুর্দান্ত। এতে প্রশংসার ফুলঝুরিতে ভাসছেন সাকিব। আইপিএলের মতো টুর্নামেন্টে টানা ম্যাচ খেলে নিজেকে বেশ ভালোভাবেই ঝালিয়ে নিচ্ছেন সাকিব। আর তাই সাকিবের বিশ্বকাপ প্রস্তুতির ব্যাপারে বিসিবির সিইও বলেন, 'সাকিব আইপিএলের প্রতিযোগিতামূলক ক্রিকেটে আছে। প্রস্তুতি ম্যাচের চেয়ে সেগুলো অনেকটাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। বিশেষ করে সাকিবের প্রস্তুতি ভালো হচ্ছে, সিদ্ধান্ত কোয়ালিফায়ার শেষে।' আইপিএলে দলের হয়ে এলিমিনেটর ম্যাচ খেলেছেন সাকিব। কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) জিতিয়ে মাঠ ছেড়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। সেটাই এবারের আইপিএলে তার শেষ ম্যাচ হওয়ার কথা। তবে কোয়ালিফায়ার ও সম্ভাব্য ফাইনালের জন্যও অভিজ্ঞ এই তারকার সার্ভিস পেতে চাইছে কেকেআর। বিসিবি অবশ্য জানিয়েছে দলের সেরা ক্রিকেটারের ওয়ার্কলোডের দিকে নজর আছে তাদের। আর সাকিবকে নিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারের পর বিসিবি তাদের সিদ্ধান্ত নেবে বলে জানালেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী, 'অনেক কিছুই খেয়াল রাখতে হবে যে তার দল যদি ফাইনাল খেলে ও সে যদি ফাইনালে খেলে, তাহলে বিশ্বকাপের আগে কতটুকু বিশ্রাম সে পাচ্ছে। আমরা পুরো বিষয়টি নিয়ে পর্যাপ্ত তথ্য জানার চেষ্টা করছি। তারা যদি না বলেন তাহলে তো আমাদের আর আগ বাড়িয়ে কোনো কিছু বলা ঠিক হবে না।' বুধবার কোয়ালিফায়ারে দিলিস্ন ক্যাপিটালসের বিপক্ষে খেলার কথা আছে সাকিবের কলকাতার। আর আইপএলের ফাইনাল হবে শুক্রবার। আর বাংলাদেশের বিশ্বকাপ বাছাইপর্ব শুরু হবে রোববার। আইপিএলের বায়ো বাবল থেকে বিশ্বকাপের বায়ো বাবলে সাকিবের প্রবেশ করা নিয়ে ভাবতে হচ্ছে বিসিবিকে। সেখানে কোনো বিপত্তি যেন না ঘটে, সে বিষয়ে সতর্ক আছে বোর্ড। বিসিবির প্রধান নির্বাহী বলেন, 'সাকিব এক দেশের এক বাবল থেকে আরেক দেশের আরেক বাবলে যোগ দেবেন। সে সেক্ষেত্রে আমাদের চেষ্টা থাকবে সবকিছু যেন নির্বিঘ্নে হয়। বুধবারের কোয়ালিফায়ারের পর আমরা চূড়ান্ত সিদ্ধান্তগুলো নেব। সাকিবের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি।' ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হবে ২০২১ সালের টি২০ বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি।