আইপিএলের ফাইনাল আজ

প্রকাশ | ১৫ অক্টোবর ২০২১, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ভারতের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আসর আইপিএলের ফাইনাল আজ। শুক্রবার বাংলাদেশ সময় রাত ৮টায় শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ও সাকিবদের কলকাতা নাইট রাইডার্স। প্রথম কোয়ালিফায়ারে জিতে সবার আগে ফাইনালের টিকিট কেটে বসে ছিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। তাদের কাছে হেরে দ্বিতীয় কোয়ালিফায়ারে আরেকটি সুযোগ পেয়েছিল দিলিস্ন ক্যাপিটালস। কলকাতা নাইট রাইডার্স সেখানে এলিমিনেটরে বিদায় করে আসে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। শেষে দিলিস্নকে হারিয়ে গেল শিরোপার মঞ্চে। চেন্নাই ও কলকাতার মধ্যে দুই দল এর আগে ২০১২ সালেও ফাইনালে মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচ জিতে নিজেদের প্রথম শিরোপা ঘরে তুলেছিল কলকাতা। এবার তৃতীয় শিরোপার সন্ধানে মহেন্দ্র সিং ধোনির দলের বিপক্ষে খেলবেন ইয়ন মরগ্যানরা। এর আগে দুইবার (২০১২ ও ২০১৪) ফাইনাল খেলে দুইবার চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা। অন্যদিকে নবম ফাইনালের অপেক্ষায় থাকা চেন্নাই আগের আট ফাইনালের ম্যাচে হেরেছে পাঁচটিতে।