চোট কাটিয়ে ফিরছেন মাহমুদউলস্নাহ

প্রকাশ | ১৬ অক্টোবর ২০২১, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
বিশ্বকাপের আগে দু'টি প্রস্তুতি ম্যাচে একাদশের গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়কে দলের সঙ্গে পায়নি বাংলাদেশ। সাকিব আল হাসান আইপিএল নিয়ে ব্যস্ত, মুস্তাফিজকেও পাওয়া যায়নি একই কারণে। পিঠের ব্যথার জন্য মাঠে নামতে পারেননি অধিনায়ক মাহমুদউলস্নাহ রিয়াদ। এরপর শঙ্কা জাগে, আসন্ন টি২০ বিশ্বকাপে ১৭ অক্টোবর মাঠে নামবে বাংলাদেশ দল, বিশ্ব আসরের শুরু থেকে পাওয়া যাবে তো টাইগার দলপতিকে? মাহমুদউলস্নাহ নিজেই সে শঙ্কা উড়িয়ে দিয়েছেন। বিশ্বকাপ শুরুর দিনেই স্কটল্যান্ডের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশ দলের অধিনায়ক জানিয়েছেন, সে ম্যাচেই মাঠে নামবেন। আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটি জানান তিনি। মাহমুদউলস্নাহ বললেন, 'ইনজুরিটা ক্রমেই ভালোর দিকে যাচ্ছে। পিঠে একটু ব্যথা থাকায় প্রস্তুতি ম্যাচগুলোতে খেলিনি। কয়েক মাস আগেও চোটে পড়েছিলাম। টিম ম্যানেজমেন্ট এবার কোনো ঝুঁকি নিতে চায়নি। তবে আমি আশাবাদী, প্রথম ম্যাচ থেকেই খেলতে পারব।' বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে যেমন আশার বাণী শুনিয়ে গেছেন মাহমুদউলস্নাহ, ওমানে গিয়েও একই সুরে কথা বলেছেন। জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও নিউজল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে বলে মনে করেন তিনি। পাশাপাশি কথা বলেছেন মধ্যপ্রাচ্যের কন্ডিশনে নিজেদের বোলিং বিভাগ নিয়ে। মাহমুদউলস্নাহ বলেন, 'আমি মনে করি এটি বিশ্বকাপের আগে ভালো বিল্ডআপ ছিল। জিম্বাবুয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে ভালো সিরিজ কাটিয়েছি। দেশের মাটিতে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডকে হারিয়েছি। এটা আমাদের দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে।' সঙ্গে যোগ করেন বাংলাদেশ দলের অধিনায়ক, 'স্পিনাররা অনেক বছর ধরেই আমাদের হাতিয়ার। গত কয়েক সিরিজ ধরে আমাদের বোলিং ইউনিট অনেক ভালো পারফর্ম করছে। ফাস্ট বোলাররাও এ সিরিজগুলোতে ভালো করেছে। আমি মনে করি স্পিন ও পেসের ভালো কম্বিনেশন আছে। এখানে কন্ডিশন যেমনই থাকুক না কেন, আমাদের মানিয়ে নিতে হবে। স্পিনবান্ধব উইকেট পেলে আমাদের স্পিনারদের জন্য ভালো হবে, ফাস্ট বোলাররাও ভালো করবে।'