ফুটবল বিশ্বকাপ বাছাই পর্ব

বিশ্বকাপের আরও কাছে ব্রাজিল

প্রকাশ | ১৬ অক্টোবর ২০২১, ০০:০০

ক্রীড়া ডেস্ক
টানা ৯ ম্যাচ জয়ের পর আগের ম্যাচে কলোম্বিয়ার মাঠে হোঁচট খেয়েছিল ব্রাজিল। তবে পরের ম্যাচেই ফের জয়ের ধারায় ফিরেছে তিতের দলটি। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে উরুগুয়েকে রীতিমতো উড়িয়ে দিয়ে ১১ ম্যাচ থেকে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও দৃঢ় করল পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। শুক্রবার সকালে নেইমার-রাফিনিয়া জাদুতে উরুগুয়েখে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। নেইমার দলকে এগিয়ে নেওয়ার পর জোড়া গোল করেন তরুণ উইঙ্গার রাফিনিয়া। আর শেষ দিকে জালের দেখা পান গাব্রিয়েল বারবোসা। উরুগুয়ের হয়ে একমাত্র গোলটি করেন লুইস সুয়ারেজ। কলম্বিয়ার বিপক্ষে আগের ম্যাচে পয়েন্ট হারানো ব্রাজিলের আগুনে যেন পুড়ল উরুগুয়ে। গত রাউন্ডে আর্জেন্টিনার বিপক্ষে ৩-০ গোলে হেরে আসা দলটি প্রায় পুরো ম্যাচেই ব্যস্ত ছিল রক্ষণ সামলাতে। ৫৫ শতাংশ সময় বল দখলে রাখা ব্রাজিল গোলের জন্য শট নেয় ২২টি, এর ১৩টি ছিল লক্ষ্যে। উরুগুয়ের পাঁচ শটের কেবল তিনটি ছিল লক্ষ্যে। শুক্রবার ভোরে মানায়াসের অ্যারেনা দা অ্যামাজোনিয়ায় আক্ষরিক অর্থেই উরুগুয়েকে নিয়ে খেলেছে ব্রাজিল। নেইমারের গোলে এগিয়ে যাওয়ার পর রাফিনিয়ার জোড়ায় ৩-০ গোলের লিড পায় স্বাগতিকরা। শেষ দিকে স্কোরশিটে নাম তোলেন গাব্রিয়েল বারবোসা। তার আগে সুয়ারেজের লক্ষ্যভেদে এক গোল শোধ দিলে সফরকারীদের ব্যবধান যা একটু কমে। এই জয়ে ১১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ব্রাজিল ২০২২ কাতার বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে চলে গেল। সব ঠিক থাকলে আগামী মাসেই নিশ্চিত হয়ে যেতে পারে বিশ্বকাপের মূল পর্ব। অন্যদিকে ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে নেমে গেছে উরুগুয়ে।