বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিরোপা লড়াইয়ে ভারত-নেপাল

ম ক্রীড়া প্রতিবেদক
  ১৬ অক্টোবর ২০২১, ০০:০০

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ নেপাল মুখোমুখি হচ্ছে টুর্নামেন্টের সর্বাধিক শিরোপাজয়ী অন্যতম ফেভারিট দল ভারতের। মালদ্বীপের জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এবারের টুর্নামেন্টে অংশ নেয় মোট ৫ দল।

সাফ চ্যাম্পিয়নশিপে মোট ৭ বার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ৪ বারের রানার্স আপ দল তারা। অন্যদিকে নেপাল কখনোই এই টুর্নামেন্টের ফাইনাল খেলেনি। এবারের টুর্নামেন্টের আগে তাদের সর্বোচ্চ সাফল্য ছিল তৃতীয় হওয়া। ১৯৯৩ সালে তৃতীয় হয় তারা। এ ছাড়া ১৯৯৫ ও ১৯৯৯ সালে তারা হয়েছিল চতুর্থ। ২০১১,১৩ ও ১৮ তে সাফের সেমিফাইনালও খেলেছে নেপাল। এবারের টুর্নামেন্ট হয়েছে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। ভারত চার ম্যাচের দু'টিতে জয় আর দু'টি ড্র নিয়ে নিশ্চিত করে ফাইনাল। তবে কখনোই ফাইনাল না খেলা নেপালের এই সিড়িতে পা রাখতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। রেফারির সহায়তা না মিললে বাংলাদেশের কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে নেয়াটা হয়তো কখনোই সম্ভব হতো না তাদের পক্ষে। গ্রম্নপে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের সঙ্গে বিতর্কিত এক পেনাল্টির সহায়তায় ফাইনালে নাম লেখায় তারা। ফাইনাল ম্যাচটা যেহেতু ভারতের সঙ্গে। তাই এই ম্যাচে নেপালের ফুটবলারদের রেফারির সহায়তা না পাওয়ার সম্ভাবনাটাই বেশি। এখন দেখার বিষয় মাঠে ফুটবল খেলে প্রথমবারের মতো শিরোপাটা ঘরে তুলতে পারে কিনা হিমালয়ের দেশটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে