বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ

প্রকাশ | ০৩ নভেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
পরিসংখ্যানে বাংলাদেশ-জিম্বাবুয়ে মুখোমুখি- ১৪ ম্যাচ বাংলাদেশ জয়ী জিম্বাবুয়ে জয়ী ড্র ৫ ৬ ৩ দলীয় সবোর্চ্চ বাংলাদেশ : ৫০৩, চট্টগ্রাম-২০১৪ জিম্বাবুয়ে : ৫৪২/৭, চট্টগ্রাম-২০০১ দলীয় সবির্নন্ম বাংলাদেশ : ১০৭, ঢাকা-২০০১ জিম্বাবুয়ে : ১১৪, ঢাকা-২০১৪ সবাির্ধক রান বাংলাদেশ : হাবিবুল বাশার ৮ টেস্টে ৩৮.৫৩ গড়ে ৫৭৮ জিম্বাবুয়ে : ব্রেন্ডন টেলর ৮ টেস্টে ৬১ গড়ে ৭৯৩ ব্যক্তিগত সবোর্চ্চ বাংলাদেশ : ১৩৭, সাকিব আল হাসান জিম্বাবুয়ে : ১৭১, ব্রেন্ডন টেলর সবোর্চ্চ উইকেট বাংলাদেশ : সাকিব আল হাসান ৬ টেস্টে ২৩.২৬ গড়ে ২৬টি জিম্বাবুয়ে : হিথ স্ট্রিক ৬ টেস্টে ১৬.২০ গড়ে ২০টি সেরা বোলিং (ইনিংস) বাংলাদেশ : ৮/৩৯, তাইজুল ইসলাম জিম্বাবুয়ে : ৬/৫৯, ডগলাস হন্ডো সেরা বোলিং (ম্যাচ) বাংলাদেশ : ১২/২০০, এনামুল জুনিয়র জিম্বাবুয়ে : ৮/১০৪, গ্র্যান্ড ফ্লাওয়ার সবোর্চ্চ জুটি বাংলাদেশ : ২২৪, প্রথম উইকেটে তামিম ইকবাল-ইমরুল কায়েস জিম্বাবুয়ে : ১৬০, দ্বিতীয় উইকেটে সিকান্দার রাজা-হ্যামিল্টন মাসাকাদজা টেস্টে ঘরের মাঠে একবারই জিম্বাবুয়ের কাছে হেরেছে বাংলাদেশ, সেটা ২০০১ সালের নভেম্বরে। এরপর এখন পযর্ন্ত খেলা পঁাচ টেস্টের ৪টিতে জিতেছে টাইগাররা, অপরটি ড্র হয়েছে। জিম্বাবুয়ের সঙ্গে নিজেদের মাঠে সাত টেস্ট খেলে ৪টিতে জিতেছে বাংলাদেশ। দুটো টেস্ট ড্র করেছে, হেরেছে একটিতে। দুই দলের সবশেষ ৪ টেস্টের সবকটিই জিতেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের কাছে টাইগাররা সবশেষ হার দেখেছে ২০১৩ সালের এপ্রিলে, হারারেতে।