টেস্টে ঘুরে দঁাড়াতে চায় জিম্বাবুয়ে

প্রকাশ | ০৩ নভেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশের বিপক্ষে ম্যাচ মানেই জিম্বাবুয়ের হার অবধারিত! ওয়ানডে কিংবা টেস্ট, সাম্প্রতিক সময়ে টাইগারদের বিপক্ষে কোনো সাফল্য নেই তাদের। গত সপ্তাহে শেষ হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও অতিথিরা হয়েছে ধবলধোলাই। সেই দুঃস্মৃতি নিয়েই আজ সিলেট আন্তজাির্তক স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামছে হ্যামিল্টন মাসাকাদজার দল। তবে টেস্ট সিরিজে ঘুরে দঁাড়াতে চায় সফরকারীরা, মাসাকাদজা দলের সেই চাওয়ার কথাই ব্যক্ত করেছেন সিরিজপূবর্ সংবাদ সম্মেলনে। ২০১৩ সালের পর টেস্টে আর বাংলাদেশের বিপক্ষে জয় দেখেনি জিম্বাবুয়ে। বাংলাদেশের মাটিতে তাদের একমাত্র জয়টি সেই ২০০১ সালে পাওয়া। বাকি ছয় টেস্টের দুটো ড্র করতে পারলেও চারটিতে হার দেখতে হয়েছে তাদের। ঘরে-বাইরে মিলিয়ে দুই দলের সবশেষ চার সাক্ষাতেই জয়ী দলের নাম বাংলাদেশ। আরও একবার টাইগারদের মুখোমুখি হওয়ার আগে তাই মাসাকাদজার কণ্ঠে সমীহ, ‘বাংলাদেশ দল খুব ভালো ক্রিকেট খেলে। তাদের টিম কম্বিনেশন দারুন। তবে প্রথম টেস্টে আমাদের ভালো করার চেষ্টা অব্যাহত থাকবে।’ এই প্রথম টেস্ট হচ্ছে সিলেট আন্তজাির্তক স্টেডিয়ামে। তবে মাঠটি একেবারে অপরিচিত নয় জিম্বাবুয়ের। এখানে তিনটি টি২০ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েচে তাদের। তবে সেটা চার বছর আগের ঘটনা। এখানকার কন্ডিশন আর উইকেট তাই কিছুটা দুশ্চিন্তায় রেখেছে অতিথিদের। তাছাড়া চট্টগ্রামে প্রস্তুতি ম্যাচটি বৃষ্টির বাগড়ায় পড়ায় অনুশীলনে ঘাটতি থেকে গেছে জিম্বাবুয়ের। আগের দিন সিলেটে পৌছে একটি অনুশীলন সেশন পেয়েছে তারা। এরপর আশাবাদি মাসাকাদজা, ‘বৃষ্টির জন্য প্রস্তুতি ম্যাচে খুব একটা খেলার সুযোগ পাইনি। এখানে কেবল একটা অনুশীলন সেশনের পরই আমাদের খেলতে হবে। কাজটা সহজ নয়। তবে আমাদের দলে অভিজ্ঞতার কোনো ঘাটতি নেই। আশা করি, আমরা দ্রæত মানিয়ে নিয়ে ভালো খেলতে পারব।’ দক্ষিণ এশিয়ার উইকেট কেমন হতে পারে, এ সম্পকের্ জিম্বাবুয়ের আগে থেকেই ধারণা রয়েছে। তাই এই মুহ‚তের্ উইকেট নিয়ে ভাবছে না অতিথিরা। তাদের ভাবনায় শুধু একটাই, এই ম্যাচ দিয়েই ঘুরে দাঁড়ানো।