শেষ আটে ম্যানসিটি

প্রকাশ | ০৩ নভেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ইংলিশ লিগ কাপের শেষ ষোলোতে একতরফা জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। বৃহস্পতিবার রাতে ফুলহ্যামকে ২-০ গোলে হারিয়ে শেষ আটে খেলা নিশ্চিত করেছে পেপ গাদির্ওলার শিষ্যরা। কোয়াটর্র ফাইনালে ম্যানসিটির প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি। তবে সাউদাম্পটন অথবা লেস্টার সিটিকে তারা প্রতিপক্ষ হিসেবে পাবে। আগামী ১৭ ডিসেম্বর শেষ আটের ম্যাচটি অনুষ্ঠিত হবে। লিগ কাপ বা কারাবাও কাপে ম্যানচেস্টার সিটি বতর্মান চ্যাম্পিয়ন। এবার যদি তারা শিরোপা জিততে পারে তাহলে সেটি হবে কারাবাও কাপে তাদের ক্লাব ইতিহাসের ষষ্ঠ শিরোপা। সেই শিরোপার পথে দারুণ গতিতেই ছুটছে দলটি। এদিন ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল ম্যানচেস্টার সিটি। ৬৫ শতাংশ সময় ধরে বল নিয়ন্ত্রণে রাখে তারা। আর ৩৫ শতাংশ সময় ধরে বল নিয়ন্ত্রণে রাখে ফুলহ্যাম। ম্যান সিটি টাগেের্ট শট নেয় সাতটি। ফুলহ্যাম টাগেের্ট শট নেয় দুইটি। এই ম্যাচের দুটি গোলের দুইটিই করেন স্পেনের ১৯ বছর বয়সী ফুটবলার ব্রাহিম দিয়াজ। ম্যাচটিতে পুরো সময় জুড়েই দুদার্ন্ত খেলেছে ম্যান সিটি। প্রথমাধের্ ১-০ গোলে এগিয়ে ছিল তারা। খেলার ১৮ মিনিটে গোলটি করেছিলেন ব্রাহিম দিয়াজ। বিরতির পর আবার গোল করেন তিনি, ৬৫তম মিনিটে প্রতিপক্ষের জালে বল পাঠান এই ফরোয়াডর্। দারুণ পারফরম্যান্স করায় ম্যাচ সেরার পুরস্কার ওঠে তার হাতে। এদিন ফুলহামের বিপক্ষে দল জয় নিয়ে মাঠ ছাড়লেও ম্যানসিটি কোচ গাদির্ওলার কপালে পড়েছে চিন্তার ভাজ। কারণ দলের অন্যতম সেরা তারকা কেভিন ডি ব্রæইনের চোট নিয়ে আবারও তৈরি হয়েছে শঙ্কা। হঁাটুর চোট সারিয়ে কিছুদিন আগে ম্যানসিটি শিবিরে ফিরেছেন। বৃহস্পতিবার ম্যানসিটির হয়ে মৌসুমের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে আবারও হঁাটুতে ব্যাথা নিয়ে মাঠ ছেড়েছেন বেলজিয়াম তারকা ডি ব্রæয়েন। তার চোট নিয়ে ম্যানসিটি কোচ গাদির্ওলা বলেন, ‘তাকে পরীক্ষা করানো হয়েছে। আমরা এখনো বুঝতে পারছি না তার চোট গুরুতর কিনা।’