মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপের ডামাডোলে রং হারাল এনসিএল

ম ক্রীড়া প্রতিবেদক
  ১৮ অক্টোবর ২০২১, ০০:০০

টি২০ বিশ্বকাপ শুরুর দিনে মাঠে গড়াল দেশের প্রথম শ্রেণির ক্রিকেটের সবচেয়ে বড় আসর জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) নতুন মৌসুম। বিশ্বকাপের ডামাডোলে খানিকটা রং হারিয়েছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) এবারের মৌসুম। নীরবে মাঠে গড়িয়েছে প্রথম শ্রেণির এই ক্রিকেট প্রতিযোগিতা। এনসিএল শুরুর আগে ছিল না কোনো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনও। রোববার প্রথম রাউন্ডের খেলা শুরু হয়েছে। শুরুর দিনে সুবিধা করতে পারেননি নাজমুল হোসেন শান্ত, সাব্বির রহমানরা। তবে ব্যাট হাতে রান পেয়েছেন ইয়াসির আলী রাব্বি, সাদমান ইসলামরা। প্রথম রাউন্ডের চার ম্যাচের দুটি হচ্ছে সিলেটে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠে লড়ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন খুলনা ও রংপুর বিভাগ। পাশেই গ্রাউন্ড-২ তথা একাডেমি মাঠে স্বাগতিক সিলেট বিভাগের প্রতিপক্ষ ঢাকা বিভাগ। এই ম্যাচ দিয়ে গ্রাউন্ড-২'র আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড ২-এ (একাডেমি মাঠ) 'দ্য ফাইভ মিনিট' বেল বাজিয়ে এনসিএলের এবারের আসরের উদ্বোধন করেন ৮ টেস্ট ক্রিকেটার। টেস্ট ক্রিকেটারদের মধ্যে ছিলেন সিলেটের অলক কাপালি, রাজিন সালেহ, এনামুল হক জুনিয়র, নাজমুল হোসেন, আবু জায়েদ রাহী, ইবাদত হোসেন চৌধুরী ও সৈয়দ খালেদ আহমেদ। ছিলেন টেস্ট দলের ওপেনার সাইফ হাসানও। চট্টগ্রাম বন্দর নগরীতে স্বাগতিক চট্টগ্রাম বিভাগের বিপক্ষে লড়ছে রাজশাহী বিভাগ। এ ম্যাচে আগে ব্যাট করে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৬৬ রানে গুটিয়ে গেছে রাজশাহী। চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন স্পিনার নাঈম হাসান। নিজেদের ইনিংসের শুরুটা ভালো হয়নি রাজশাহীর। তারকাসমৃদ্ধ এই দলটির ওপেনার বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ দলের তানজিদ তামিম আউট হন ২ রান করে। নাজমুল হোসেন শান্ত ৯, জহুরুল ইসলাম অমি ৮, সাব্বির রহমান ২০ রান করে বিদায় নিলে বিপদে পড়ে রাজশাহী। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দাপট দেখানো মিজানুর রহমানও ফেরেন ১৪ রান করে। বিশ্বকাপজয়ী দলের আরেক সদস্য তৌহিদ হৃদয়ের ৬৮ রানের ইনিংসের কল্যাণে কোনোরকম দেড়শ ছাড়ায় দলীয় সংগ্রহ। ফরহাদ রেজা (৭), তাইজুল ইসলামের (১৪) মতো অভিজ্ঞরা রান না পাওয়ায় ১৬৬ রানে থামে রাজশাহী বিভাগের ইনিংস। ইয়াসির আলী রাব্বি ও মুমিনুল হকের ব্যাটে ভালো অবস্থানে থেকে প্রথম দিন শেষ করে চট্টগ্রাম। দলটির দুই ওপেনার দ্রম্নত বিদায় নিলে দলকে বিপদমুক্ত করেন রাব্বি ও মুমিনুল। তাদের ১০৪ রানের অবিচ্ছেদ্য জুটিতে ২ উইকেট হারিয়ে ১২৬ রান তুলে দিনের খেলা শেষ করেছে চট্টগ্রাম। অর্ধশত করে রাব্বি অপরাজিত আছেন ৭০ রানে। বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক দ্বিতীয় দিন শুরু করবেন ৩২ রান নিয়ে। অপর ম্যাচে কক্সবাজারে ঢাকা মেট্রোর বিপক্ষে লড়ছে বরিশাল বিভাগ। বরিশালের বিপক্ষে ঢাকা মেট্রোর ইনিংস থেমেছে ২৩৯ রানে। অধিনায়ক সাদমান ইসলাম সর্বোচ্চ ৭৫ রানের ইনিংস খেলেন। মোহাম্মদ শরিফুলস্নাহর ব্যাট থেকে আসে ৫৯ রান। এ ম্যাচে বল হাতে দাপট দেখিয়েছেন আলোচিত স্পিনার তানভীর ইসলাম। ৭৮ রান দিয়ে ঢাকা মেট্রোর ৬ ব্যাটসম্যানকে ফিরিয়েছেন তিনি। পরে নিজেদের প্রথম ইনিংস শুরু করে প্রথম দিনে মাত্র ৩ ওভার ব্যাট করতে পারে বরিশাল বিভাগ। যেখানে দিনের শেষ বলে ওপেনার মুমিনুল ইসলামকে হারিয়ে ৬ রান সংগ্রহ তাদের। আরেক ওপেনার মোহাম্মদ আশরাফুল অপরাজিত আছেন ৬ রানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে