আনসু ফাতি ম্যাজিকে জয়ে ফিরেছে বার্সেলোনা

প্রকাশ | ১৯ অক্টোবর ২০২১, ০০:০০

ক্রীড়া ডেস্ক
রোববার রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে গোল করার পর উচ্ছ্বসিত মেমফিস ডিপাই ও আনসু ফাতি -ওয়েবসাইট
আনসু ফাতি ম্যাজিকে জয়ে ফিরেছে বার্সেলোনা। নু্য ক্যাম্পে ভ্যালেন্সিয়াকে ৩-১ গোলে হারিয়েছে কাতালানরা। এ জয়ে ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে কোম্যানের দল। এদিকে সিরি'আয় রোমার বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে জুভেন্টাস। চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার পর, লা লিগায় অ্যাতলেটিকো মাদ্রিদ। আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে টানা দুই হারে কোণঠাসা হয়েছিল বার্সেলোনা। দলের ব্যর্থতায় চাপে আছেন কোচ কোম্যানও। পয়েন্ট টেবিলের দৈন্যদশায় প্রতিনিয়ত চাকরি হারানোর শঙ্কায় দিন কাটছে তার। এমন কঠিন সময়ে আন্তর্জাতিক বিরতি শেষে জয়ে ফিরতে মরিয়া ছিল কাতালানরা। বার্সেলোনাকে জুগিয়েছিল জ্বলে ওঠার অনুপ্রেরণা। তবে শুরুতেই স্বাগতিক সমর্থকদের হতাশ করে লিড নেয় ভ্যালেন্সিয়া। গোল করেন ডিফেন্ডার হোসে গায়া। সমতা ফেরাতে আগ্রাসী হয়ে খেলে বার্সেলোনা। ম্যাচের ১৩ মিনিটেই নু্য ক্যাম্পে আনন্দের বন্যা বইয়ে দেন আনসু ফাতি। এক বছর পর শুরুর একাদশে নেমেই কোম্যানের কপালে চিন্তার ভাঁজ দূর করেন ফাতি। ম্যাচে ফেরে সমতা। ৪১ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন মেমফিস ডিপাই। ফাতিকে হোসে গায়া ফাউল করলে পেনাল্টি পায় বার্সা। সেটাই কাজে লাগান ডাচ তারকা। ৮৫ মিনিটে কৌতিনহো শেষ কাজটা করে ফেলেন। ৩-১ গোলের জয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। এদিকে সিরি'আয় কষ্টের জয় পেয়েছে জুভেন্টাস। বার্সেলোনার মতো সময়টা ভালো যাচ্ছে না তুরিনের ওল্ড লেডিদেরও। রোনালদো চলে যাওয়ার পর এখনো সেরা ছন্দ খুঁজে পায়নি জুভেন্টাস। রোমার বিপক্ষে জয়ে ফিরতে শুরু থেকেই আক্রমণে যায় অ্যালিগ্রির দল। ১৬ মিনিটে গোল করেন কিন। এরপর আর চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেনি রোমা। মরিনহোর দলকে হতাশায় ডুবিয়ে অ্যালিয়েঞ্জ থেকে জয় নিয়ে ফেরে জুভেন্টাস।