স্পিনাররা বড় ভূমিকা পালন করবে

প্রকাশ | ২০ অক্টোবর ২০২১, ০০:০০

ক্রীড়া ডেস্ক
আফগানিস্তানে বিশ্বকাপ দলে রয়েছেন তিন স্পিনার রশিদ খান, মোহাম্মদ নবি ও মুজিব-উর-রহমান। চলমান টি২০ বিশ্বকাপে স্পিনাররা মুখ্য ভূমিকা পালন করবে বলে মনে করেন আফগানিস্তানের রশিদ খান। তিনি জানান, আরব আমিরাতের কন্ডিশন ও উইকেটের কারণে স্পিনাররা সবসময়ই সহায়তা পান। সম্প্রতি আইপিএলেও সেটি দেখা গেছে। এর আগে স্পিন কিংবদন্তি শ্রীলংকার মুত্তিয়া মুরলিধরনও একই ধরনের মন্তব্য 'এবারের টি-২০ বিশ্বকাপ হবে স্পিনারদের' করেছিলেন। মুরলি বলেছিলেন, 'বিশ্বকাপের ম্যাচে জিততে হলে স্পিনারদের দিকে তাকিয়ে থাকতে হবে। স্পিনাররাই জেতাবে দলকে।' রশিদ খান বলেছেন, 'এখানকার উইকেট বরাবরই স্পিন সহায়ক এবং এটা স্পিনারদের বিশ্বকাপ হওয়া উচিত। উইকেট কিভাবে বানানো হয়েছে, তাতে কিছু যায় আসে না। এখানে স্পিনাররা সব সময় সাহায্য পান। এই বিশ্বকাপে স্পিনাররা খুবই বড় ভূমিকা পালন করবে। আইপিএলে যেমন দেখেছি, স্পিনাররা তাদের দলকে ম্যাচে ফিরিয়েছে। আমার মনে হচ্ছে বিশ্বকাপেও তাই হবে। সেরা স্পিনাররা তাদের দলকে ম্যাচে ফেরাবে এবং জয় এনে দেবে।' আইপিএলের চর্তুদশ আসরে সানরাইজার্স হায়দারাবাদের হয়ে ১৮ উইকেট নেন রশিদ। তার মত ১৮টি করে উইকেট পেয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর যুজবেন্দ্রা চাহাল ও কলকাতা নাইট রাইডার্সের বরুণ চক্রবর্তী। কিন্তু আইপিএলে সর্বোচ্চ তিন শিকারীই পেসার। তারপরও শারজা, আবুধাবি ও দুবাইয়ে উইকেট স্পিনারদের পক্ষে কথা বলবে বলে মনে করেন রশিদ। এ বছর আরব আমিরাতে আইপিএলের অভিজ্ঞতা টেনে এনে রশিদ বলেন, 'উইকেট যেমনই হোক না কেন, সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশনে স্পিনাররা সবসময় কার্যকর। তবে আমাদেরও ভালো বল করতে হবে। এমন না যে সবকিছু উইকেটই করে দেবে।'