বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের সঙ্গে দুর্দান্ত লড়াই দেখছেন লংকান অধিনায়ক

ক্রীড়া ডেস্ক
  ২৪ অক্টোবর ২০২১, ০০:০০
টি২০ বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে নিজেদের প্রথম ম্যাচের আগেই টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান ও পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়ে ভীতির মধ্যে আছে টিম শ্রীলংকা -ওয়েবসাইট

বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে টি২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের অভিযান শুরু করছে শ্রীলংকা। তাদের অধিনায়ক দাসুন শানাকা মনে করেন, দুই দলের মধ্যে হবে দুর্দান্ত লড়াই। সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের ওপর আলাদা করে নজর রাখার ভাবনাও শোনা গেল তার কণ্ঠে। আজ রোববার শারজাহতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলংকা। এক নম্বর গ্রম্নপের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টায়।

প্রথম রাউন্ডের তিন ম্যাচের সবগুলো জিতে 'এ' গ্রম্নপের সেরা হয়ে সুপার টুয়েলভে উঠেছে লঙ্কানরা। এক ম্যাচ হাতে রেখেই অবশ্য এই পর্বের টিকিট শানাকারা নিশ্চিত করেছিল। অর্থাৎ ছন্দে থেকেই বাংলাদেশকে মোকাবিলা করতে যাচ্ছে তারা। অন্যদিকে, মাহমুদউলস্নাহ রিয়াদের দলকে প্রতিকূল অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে পা রাখতে হয়েছে সুপার টুয়েলভে। ফেভারিট থাকলেও 'বি' গ্রম্নপের চ্যাম্পিয়ন হতে পারেনি তারা। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হারার পর ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে জিতে তারা হয়েছে গ্রম্নপের রানার্সআপ। তবে শুরুতে ভয় ধরিয়েও শেষ পর্যন্ত সুপার টুয়েলভে ওঠায় স্বস্তি ও আত্মবিশ্বাস দুটোই মিলেছে তাদের।

বাংলাদেশের বিপক্ষে নামার আগের দিন শনিবার সংবাদ সম্মেলনে শানাকা জানালেন, ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে, 'আমরা রোববার খুব ভালো ম্যাচ আশা করছি। কোয়ালিফায়ার থেকে তারা ভালোভাবেই উঠেছে। কিন্তু টি২০-তে নিজেদের দিনে আমরা কী করতে পারি সবাই জানে। আমার মনে হয়, একটা দুর্দান্ত লড়াই হতে যাচ্ছে।'

শারজাহর উইকেট বিশ্লেষণ করে ইতোমধ্যে বাংলাদেশকে ঘায়েল করার পরিকল্পনা করেছে শ্রীলংকা। পাশাপাশি তাদের অধিনায়ক সাকিব-মুস্তাফিজদের নিয়ে গাইলেন প্রশস্তি, 'পিচ নিয়ে বেশি ভাবছি না। আমরা আমাদের শক্তির জায়গা দিয়ে খেলব। তারা ভালো দল। সাকিব, ফিজ, মাহমুদউলস্নাহরা আছে।'

প্রথম রাউন্ডে পেস ও স্পিন দুই বিভাগেই ভালো করেছেন বাংলাদেশের বোলাররা। তাদের সমীহ করার কথা বললেন শানাকা, 'তাদের ভালো ক'জন বোলার আছে। আইপিএলে উইকেট ব্যবহার হওয়ায় একটু মন্থর আছে শারজাহতে। বিশেষ করে, সাকিব ও ফিজ আছে। তাদের অনেক ভালো স্পিনার আছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে