শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ড শুরু আজ

ক্রীড়া প্রতিবেদক
  ২৪ অক্টোবর ২০২১, ০০:০০

জাতীয় দলের ক্রিকেটাররা যখন টি২০ ক্রিকেট নিয়ে ব্যস্ত, তখন দেশে পুরোদমে চলছে দেশের প্রথম শ্রেণির ক্রিকেটের সবচেয়ে বড় আসর জাতীয় ক্রিকেট লিগ। এরই মধ্যে প্রথম রাউন্ডের খেলা শেষ হয়েছে। দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে আজ রোববার।

দেশের চারটি মাঠে নামবে আটটি দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা বিভাগ খেলবে রংপুর বিভাগের বিপক্ষে। পাশের একাডেমি মাঠে খুলনা বিভাগের প্রতিপক্ষ সিলেট বিভাগ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্বাগতিক চট্টগ্রাম বরিশাল বিভাগকে আতিথেয়তা দেবে।

এ ছাড়া কক্সবাজারের মুখোমুখি হবে ঢাকা মেট্রো ও রাজশাহী বিভাগ। প্রতিটি ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ৯টায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে