ইউরোপিয়ান ফুটবল

এমবাপে-নেইমারে পিএসজির ইতিহাস

ইউরোপের শীষর্ পঁাচ লিগের প্রথম দল হিসেবে লিগের শুরুতে টানা ১২ ম্যাচ জিতল পিএসজি। আগের রেকডির্ট ছিল টটেনহাম হটস্পারের। ১৯৬০-৬১ মৌসুমে টানা ১১ ম্যাচ জিতে রেকডির্ট গড়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি

প্রকাশ | ০৪ নভেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ফরাসি লিগে গোল করেই চলেছেন কিলিয়ান এমবাপে। একই সঙ্গে জালের দেখা পেয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়াডর্ নেইমারও। এই যুগলের নৈপুণ্যে লিলকে হারিয়ে লিগ ওয়ানে জয়ের ধারা অব্যাহত রেখেছে প্যারিস সেন্ট জামের্ই (পিএসজি)। ঘরের মাঠে শুক্রবার রাতে লিগের শীষর্ দুই দলের লড়াইয়ে ২-১ গোলে জয় পায় বতর্মান চ্যাম্পিয়নরা। এই জয়ের ফলে ইউরোপের শীষর্ পঁাচ লিগের প্রথম দল হিসেবে লিগের শুরুতে টানা ১২ ম্যাচ জিতল তারা। আগের রেকডির্ট ছিল টটেনহাম হটস্পারের। ১৯৬০-৬১ মৌসুমে টানা ১১ ম্যাচ জিতে রেকডির্ট গড়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি। এদিন ম্যাচের শুরু থেকে অধিকাংশ সময় বল দখলে রেখে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পিএসজি। বিরতির আগে সেরা সুযোগটি ২২ মিনিটে পায় তারা। নেইমারের পাস ধরে গোলরক্ষককে একা পেয়েও প্রতিপক্ষের গোলকিপারকে পরাস্ত করতে পারেননি আজের্ন্টাইন মিডফিল্ডার অ্যাঞ্জেল ডি মারিয়া। তবে গোলের অপেক্ষা শেষ হয় ৭০ মিনিটে। প্রায় ২২ গজ দূর থেকে বঁাকানো শটে জাল খুঁজে নেন ফরাসি ফরোয়াডর্ এমবাপে। এই নিয়ে লিগে টানা চার ম্যাচে গোল করলেন ফরাসি ফরোয়াডর্। চলতি মৌসুমে লিগে তার মোট গোল হলো ১১টি। এরপর ৮৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। এমবাপের সঙ্গে একবার বল দেয়া-নেয়া করে প্রতিপক্ষের ডি-বক্সে ঢুকেই ব্রাজিলিয়ান ফরোয়াডের্র নেয়া শট একজনের পায়ে লেগে কিছুটা দিক পাল্টে জালে জড়ায়। চলতি মৌসুমে লিগে এ নিয়ে ৯ গোল করলেন নেইমার। তার ওই গোলে জয় নিশ্চিতই হয়ে যায় পিএসজির। তবে যোগ করা সময়ে সফল স্পট কিকে ব্যবধান কমান লিলের ফরাসি ফরোয়াডর্ নিকোলাস (২-১)। এই জয়ে পূণর্ ৩৬ পয়েন্ট নিয়ে শীষের্ পিএসজি। সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লিল। এদিকে সিরি’আতে শুক্রবার রাতে বড় জয়ের দেখা পেয়েছে নাপোলি। এদিন তারা ৫-১ গোলে হারিয়েছে এম্পোলিকে। এই জয়ের ফলে ১১ ম্যাচ থেকে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে নাপোলি। তবে এক ম্যাচ কম খেলা জুভেন্টাস ২৮ পয়েন্ট নিয়ে আছে শীষের্। নাপোলির জয়ের দিনে বুন্দেসলিগায় জয় পেয়েছে ফ্রাঙ্কফুটর্। এদিন তারা ৩-০ গোলে হারিয়েছে স্টুটগাটের্ক। এই জয়ের ফলে ১০ ম্যাচ থেকে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে ফ্রাঙ্কফুটর্। সমান ম্যাচে এক জয়ে ৫ পয়েন্ট তলানিতে রয়েছে স্টুটগাটর্। এক ম্যাচ কম খেলা বরুসিয়া ডটমুন্ড ২১ পয়েন্ট নিয়ে আছে সবার ওপরে।