সংবাদ সংক্ষপে

প্রকাশ | ০৪ নভেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
শচিনের চেয়ে কোহলিকে এগিয়ে! ক্রীড়া ডেস্ক শচিন টেন্ডুলকারের সঙ্গে বিরাট কোহলির তুলনায় এখন মজে রয়েছে পুরো ক্রিকেটবিশ্ব। আর এই আবহেই ভারতীয় অধিনায়ক কোহলিকে এগিয়ে রাখলেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেফ থমসন। এককালের দুধর্ষর্ অস্ট্রেলিয়ান ফাস্টর্ বোলারের মতে, ‘আমার মনে হয় কোহলি অনেক বেশি বহুমুখী প্রতিভাসম্পন্ন খেলোয়াড়। ও অনেক বেশি কঠিন মানসিকতার। যদিও শচিনও খুব ভালো খেলোয়াড় ছিলেন। কিন্তু শচিনের তুলনায় কোহলি অনেক বেশি টাফ। ও যখন সেটা করতে চায়, ঠিকই ওই সময় সেটি করেও ফেলে।’ আসন্ন অস্ট্রেলিয়া সফরে ভারতকেই ফেভারিট হিসেবে চিহ্নিত করছেন থমসন। ভারতের ভুবনেশ্বরে এক অনুষ্ঠানে এসে তিনি বলেছেন, ‘ভারতের দল বেশ জমাট। তাদের পেস বোলিংটাও বেশ শক্তিশালী। ঠিকঠাক খেলতে পারলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের জেতা উচিত। অস্ট্রেলিয়ার উপর স্টিমরোলার না চালানোর কোনো কারণ নেই। কারণ ঘরের মাঠে স্টিভেন স্মিভ ও ডেভিড ওয়ানার্রকে পাচ্ছে না অজিরা। এই দু’জনকে বাদ দিলে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন-আপ একেবারে সাদামাটা।’ টানা ১১তম সিরিজ জয় পাকিস্তানের ক্রীড়া ডেস্ক টি২০ তে নতুন রেকডর্ গড়ল পাকিস্তান। শুক্রবার রাতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই টি২০ সিরিজ নিশ্চিত করেছে সফরফাজ আহমেদের দল। এই নিয়ে টি২০তে টানা ১১টি সিরিজ জিতল পাকিস্তান। সিরিজের প্রথম ম্যাচে ২ রানে জিতেছিল তারা। এদিন দুবাইয়ে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। অলরাউন্ডার কোরি অ্যান্ডারসনের ৪৪, অধিনায়ক কেন উইলিয়ামসনের ৩৭ আর কলিন মুনরোর ৪৪ রানে ভর করে নিধাির্রত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৩ রান সংগ্রহ করে কিউইরা। পাকিস্তানের পক্ষে ৪ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট দখল করেন শাহিন শাহ আফ্রিদি। জবাবে ২ বল হাতে রেখেই লক্ষ্যে পেঁৗছে যায় পাকিস্তান। বাবর আজম ৪০, আসিফ আলি ৩৮ রান করেন। মোহাম্মদ হাফিজ ২১ বলে ৩৪ রানে অপরাজিত ছিলেন। ২০তম ওভারের চতুথর্ বলে চার মেরে পাকিস্তানের জয় নিশ্চিত করেন তিনি। ম্যাচসেরা হন শাহিন শাহ আফ্রিদি। থমকে গেল বোল্টের স্বপ্ন ক্রীড়া ডেস্ক পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্ন থমকে গেল উসাইন বোল্টের। অস্ট্রেলিয়ান ক্লাব সেন্ট্রাল কোস্ট মেরিনাসের্ ট্রায়াল দিতে গিয়েছিলেন তিনি। দুই ম্যাচ মিলিয়ে ৯৫ মিনিট খেলে দুটি গোলও করেছেন। তবে আট সপ্তাহের ট্রায়াল শেষে কোনো চুক্তি ছাড়াই বোল্টকে বিদায় জানিয়ে দিয়েছে মেরিনাসর্। আটবারের অলিম্পিক চ্যাম্পিয়ন বোল্ট অ্যাথলেটিক্সকে বিদায় জানিয়েছেন ২০১৬ সালে। ৩২ বছর বয়সী কিংবদন্তি দৌড়বিদের চোখে এখন ফুটবলার হওয়ার স্বপ্ন। সে লক্ষ্যে ইতোমধ্যেই বরুসিয়া ডটর্মুন্ডসহ বেশ কয়েকটি ক্লাবে ট্রায়াল দিয়েছেন। সবের্শষ অস্ট্রেলিয়ার এ-লিগের দল মেরিনাসের্ আসেন বোল্ট। দুই ম্যাচ খেলার পর শোনা গিয়েছিল ‘জ্যামাইন বজ্রবিদ্যুৎ’খ্যাত সাবেক এই দৌড়বিদকে শিগগিরই চুক্তির প্রস্তাব দিতে যাচ্ছে ক্লাবটি। কিন্তু চুক্তির বিষয়ে কোনো ঐকমত্যে পেঁৗছতে পারেনি দুই পক্ষ। মেরিনাসর্ ক্লাব এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে, বোল্টের সঙ্গে তাদের আর কোনো সম্পকর্ থাকছে না। যার মানে হলো, কোনো চুক্তি ছাড়াই অস্ট্রেলিয়া ছাড়তে হচ্ছে জ্যামাইকান তারকাকে। মেরিনাসের্র এই সিদ্ধান্তে নিশ্চয়ই মন খারাপ হয়েছে বোল্টের! ফুটবলার হওয়ার ইচ্ছা পূরণের অপেক্ষাটা যে দীঘাির্য়ত হলো তার। তবে বিদায় বেলায় মেরিনাসের্ক শুভকামনাই জানিয়েছেন বোল্ট, ‘আমি সেন্ট্রাল কোস্ট মেরিনাসের্র মালিক, স্টাফ, খেলোয়াড় আর ভক্তদের ধন্যবাদ জানাতে চাই। তারা আমাকে এখানে উষ্ণ সংবধর্নায় বরণ করে নিয়েছিল। আশা করি, আসছে মৌসুমটি ক্লাবের জন্য সাফল্যমÐিত হবে।’