হতাশ ব্রায়ান লারা

প্রকাশ | ২৫ অক্টোবর ২০২১, ০০:০০

ক্রীড়া ডেস্ক
টি২০ বিশ্বকাপে একমাত্র দল ওয়েস্ট ইন্ডিজ, যারা দুটি বিশ্বকাপ জিতেছে। চলতি বিশ্বকাপেও তারা এসেছিল শিরোপা পুনরুদ্ধারের মিশনে। কিন্তু প্রথম ম্যাচেই হতাশ করেছে ক্যারিবীয়ানরা। তাদের এমন পারফরম্যান্সে ক্ষুব্ধ দেশটির কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা। দলে এক ঝাঁক তারকা। সঙ্গে বর্তমান চ্যাম্পিয়নের তকমা। ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে এই বিশ্বকাপেও তাই বাড়তি প্রত্যাশা সবার। কিন্তু ক্রিস গেইল-আন্দ্রে রাসেলসহ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মাতানো ক্রিকেটারদের নিয়ে সাজানো ব্যাটিংয়ের কেন এই অবস্থা? এর ব্যাখাই বা দেওয়া যায় কীভাবে? সেটি দিতে পারলেন না ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কায়রন পোলার্ডও। টসে জিতে উইন্ডিজকে প্রথমে ব্যাট করতে পাঠান ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগান। তার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে ম্যাচের দ্বিতীয় ওভারেই এভিন লুইসকে সাজঘরে ফেরত পাঠান ক্রিস ওকস। এরপর একের পর এক উইকেট হারিয়ে মাত্র ১৪ ওভার চার বলেই ৫৫ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। আদিল রশিদ দুই রান খরচ করে চার উইকেট নেন এবং মঈন আলি নেন দুই উইকেট। জবাবে ইংল্যান্ড ৭০ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। আইসিসির পূর্ণ সদস্য দলগুলোর মধ্যে এটিই সর্বনিম্ন দলীয় সংগ্রহ। বিপুল প্রত্যাশা ও একঝাঁক তারকা ক্রিকেটার দলে থাকা সত্ত্বেও এমন পারফরম্যান্স যেকোনো ওয়েস্ট ইন্ডিজ সমর্থকের কাছেই চরম হতাশার। দলের পারফরম্যান্সে হতাশ ক্রিকেটের রাজপুত্র ব্রায়ান লারাও। কিংবদন্তি লারা ক্যারিবীয়ান দলের এই পারফরম্যান্সের পর বলেন, 'এটা ভীষণ হতাশাজনক, দায়িত্বজ্ঞানহীন একটা পারফরম্যান্স। একজন ওয়েস্ট ইন্ডিয়ান হিসেবে এই পারফরম্যান্সকে বর্ণনা করার মতো আমার কাছে কোনো রকম ভাষা নেই। আমি ভীষণ হতাশ।' নিজেদের প্রথম ম্যাচে ৫৫ রানে অলআউট হওয়ার ব্যাপারে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কাইরন পোলার্ড বলছেন, এভাবে অলআউট হওয়ার কোনো ব্যাখ্যা নেই তার কাছে। তিনি বলেন, 'এটা শব্দে ব্যাখ্যা করার জায়গা নেই। ৫৫ রানে অলআউট হয়ে যাওয়া অগ্রহণযোগ্য। আমরা এটা গ্রহণ করছি, দায়িত্বও নিচ্ছি। এ ধরনের খেলা আমাদের ভুলে গিয়ে এগিয়ে যেতে হবে। আমার মনে হয় না, এটা কোনো অস্বস্তি তৈরি করবে।' এমন ব্যাটিংয়ের পরও নিজেদের সেরা একাদশটাই খেলেছে বলে মনে করেন পোলার্ড, 'আমরা মনে করেছি, এটাই আমাদের সেরা একাদশ প্রথম ম্যাচটা জেতার জন্য। আমরা ৫০ এর কাছাকাছি রানে অলআউট হয়ে গেছি, কিন্তু এটা একদম সবকিছু বদলে দেয় না। আমাদের কেবল এটা ভুলে যেতে হবে এবং আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে হবে।' পরিকল্পনা থাকলেও সেটার সঠিক বাস্তবায়ন করতে পারেননি বলেই মনে করেন পোলার্ড, 'আমরা দ্রম্নতই কয়েকটা উইকেট হারিয়ে ফেলেছিলাম আর আশা করেছিলাম, কয়েকটা ওভার খেলবে কয়েকজন। দেখবেন; আমরা শেষদিকে কিছু করতে পারি নাকি। কিন্তু আমরা ক্রমাগত উইকেট হারিয়েছি। আমাদের এই ম্যাচের জন্য একটা পরিকল্পনা ছিল, কিন্তু সেটি কাজে লাগাতে পারিনি।'