শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু জাতীয় সাঁতারে চ্যাম্পিয়ন নৌবাহিনী

ক্রীড়া প্রতিবেদক
  ২৫ অক্টোবর ২০২১, ০০:০০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ম্যাক্স গ্রম্নপের পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধু জাতীয় সাঁতার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। নৌবাহিনী ৩৮টি স্বর্ণ, ২৩টি রৌপ্য, ৮টি ব্রোঞ্জ পদক পেয়ে শ্রেষ্ঠত্ব লাভ করেন। বাংলাদেশ সেনাবাহিনী ৫টি স্বর্ণ, ১৮টি রৌপ্য ও ১৯টি ব্রোঞ্জ পদক পেয়ে ২য় হয়েছে।

ব্যক্তিগত নৈপুণ্যের দিক দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর সাঁতারু কাজল মিয়া ও সোনিয়া খাতুন সেরা সাঁতারু নির্বাচিত হয়েছেন। কাজল মিয়া ৫টি স্বর্ণ, (৩টি জাতীয় রেকর্ড) এবং মহিলা বিভাগে সোনিয়া খাতুন ৩টি স্বর্ণ, ২টি রৌপ্য পদক পেয়ে সেরা সাঁতারু নির্বাচিত হয়েছেন।

গতকাল মিরপুর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপেস্নক্সে সমাপনী দিনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ম্যাক্স গ্রম্নপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর, বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। এ সময় সাঁতার ফেডারেশনের সহ-সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক এমবি সাইফ, যুগ্ম সম্পাদক সেলিম মিয়া, কোষাধ্যক্ষ রেজাউল হোসেন বাদশাসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতার ৩য় দিনে সাঁতারে ১২টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। ৫টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি হয়। মোট পর্যন্ত সর্বমোট ১১টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে