শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পিএসজিতে স্বস্তি ফেরালেন নেইমার

ক্রীড়া ডেস্ক
  ২৫ অক্টোবর ২০২১, ০০:০০

কুঁচকির চোট থেকে সেরে উঠে দলে ফিরেছেন নেইমার। ফরাসি লিগ ওয়ানে অলিম্পিক মার্শেইয়ের বিপক্ষে ম্যাচে তাই পুরো শক্তির আক্রমণভাগ নিয়ে ছক কষতে পারবেন পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনো। মার্শেইয়ের বিপক্ষে এই ম্যাচে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপের সঙ্গে নেইমারের আক্রমণভাগে ফেরার কথা জনালেন পিএসজি কোচ। নেইমার ফিরলেও চোটে জর্জরিত ফরাসি চ্যাম্পিয়ন দলটি।

কুঁচকির চোটের কারণে নেইমার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিপজিগের বিপক্ষে খেলতে পারেননি। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের অনুপস্থিতিতে নিজেদের মাঠে ম্যাচটি ৩-২ গোলে জিতেছিল পিএসজি। সেন্টার-ব্যাক সার্জিও রামোসও পিএসজির জার্সিতে অভিষেকের কাছাকাছি আছেন। রিয়াল মাদ্রিদ ছেড়ে ফরাসি লিগ ওয়ানের দলটিতে যোগ দেওয়ার পর কাফ ইনজুরির কারণে এখনো খেলার সুযোগ পাননি তিনি। এখনো অবশ্য রামোস অনুশীলন করছেন একা। উরুর চোটে ভুগছেন আর্জেন্টাইন মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস। মার্শেইয়ের বিপক্ষে তাকেও পাবেন না পচেত্তিনো।

১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে আছে পিএসজি। এক ম্যাচ কম খেলা মার্শেই ১৭ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। মার্শেইয়ের বিপক্ষে খেলা সবশেষ ১০ ম্যাচের ৮টিতে জিতেছে পিএসজি। অন্যদিকে নিজেদের মাঠে ১০ বছরের মধ্যে পিএসজির বিপক্ষে প্রথম জয়ের খোঁজে আছে মার্শেই। কোচ ও খেলোয়াড়- দুই ভূমিকায়ই মার্শেইয়ের বিপক্ষে লড়েছেন পচেত্তিনো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে