বাসার্-রিয়ালের কষ্টাজির্ত জয়

প্রকাশ | ০৫ নভেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
গোলের পর উচ্ছ¡াসে মেতেছেন লুইস সুয়ারেজ। শেষ বেলায় জাদু দেখিয়ে তিনিই রোমাঞ্চকর এক জয় উপহার দিয়েছেন বাসেের্লানাকে Ñওয়েবসাইট
চেনা সেই ছন্দটা নেই মাঠের পারফরম্যান্সে, ইনজুরির কারণে নেই দলের প্রাণভোমরা লিওনেল মেসিও। সেই সুযোগটাই নিচ্ছে প্রতিপক্ষ। শনিবার লা লিগায় যেমন নিল রায়ো ভায়োকানো। না, বাসেের্লানা হারেনি। তবে হারতে বসেছিল। এমতাবস্থায় ত্রাতার বেশে কাতালানদের রক্ষা করেছেন লুইস সুয়ারেজ। শেষ বেলায় তার জাদুকরী পারফরম্যান্সে ঘুরে দঁাড়িয়ে ম্যাচটা ৩-২ গোলে জিতেছে বাসার্। মৌসুমের শুরু থেকেই ধুঁকতে থাকা রিয়াল মাদ্রিদও পেয়েছে কষ্টাজির্ত জয়। রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে ২-০ গোলের জয়টা তারা উপহার স্বরূপই পেয়েছে! একটি গোল ছিল আত্মঘাতী, অপরটি পেনাল্টি থেকে পাওয়া। ম্যাচের শুরুটা দারুণ ছিল বাসেের্লানার। জদির্ আলবার কাটব্যাকে ১১ মিনিটে কাতালান ক্লাবটিকে লিড এনে দিয়েছিলেন সুয়ারেজ। যদিও তাদের এই এগিয়ে থাকার উৎসব মাটি হয়ে যায় ৩৫ মিনিটে। পোসোর গোলে সমতায় ফেলে ভায়োকানো। এরপর ৫৭ মিনিটে রাউল গাসির্য়া গোলে পিছিয়েও পড়ে বাসার্। এক পযাের্য় ম্যাচে বাসার্র হারই দেখে ফেলেছিলেন অনেকে। এমন পরিস্থিতিতে প্রত্যাবতের্নর দুদার্ন্ত এক প্রদশর্নী মেলে ধরে আনেের্স্তা ভালভাদের্র শিষ্যরা। বাসার্র হারটাই যখন সম্ভাব্য মনে হচ্ছিল তখন ত্রাতা হয়ে হাজির হন উসমান দেম্বেলে আর সুয়ারেজ। ৮৭ মিনিটে দারুণ এক গোলে সমতা ফেরান ফরাসি তারকা দেম্বেলে (২-২)। এরপর শেষ বঁাশি বাজার মিনিটখানেক আগে সুয়ারেজ ঝলক। ভায়োকানোর জালে আরও একবার বল পাঠিয়ে বাসাের্ক আনন্দে ভাসান উরুগুইয়ান স্ট্রাইকার। চলতি লিগে এটি ছিল তার নবম গোল, যে গোলে লেখা হয়েছে বাসার্র জয়। এই জয়ের ফলে ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীষর্ স্থানটাও ধরে রাখল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এদিকে, কোপা দেল’রের পর লা লিগায়ও রিয়ালকে জয়ের ধারায় ফিরিয়েছেন আপদকালীন কোচ সান্তিয়াগো সোলারি। সদ্য বিদায়ী কোচ হুলেন লোপেতেগির অধীনে লিগে টানা পঁাচ ম্যাচ জয়বঞ্চিত ছিল লস-বøাঙ্কোসরা। শনিবার ভায়াদোলিদকে হারিয়ে আবার জয়ে ফিরেছে দলটি। তারা জয়টা পেয়েছে কপালের জোরে। অপেক্ষাকৃত দুবর্ল প্রতিপক্ষ ভায়াদোলিদ দারুণ লড়াই করেছে। তাতে নিজেদের মাঠ সান্তিয়াগো বানার্ব্যুতেই ঘাম ছুটে গেছে রিয়ালের। প্রথমাধের্ কোনো গোল পায়নি রিয়াল। দ্বিতীয়াধের্র শুরুতেও বেনজেমা-ইসকোরা ফাটল ধরাতে পারেননি ভায়াদোলিদের রক্ষণে। তবে ম্যাচের শেষদিকে দৃশ্যপটে বদল আসে। বদলি হিসেবে মাঠে নামা ভিনিসিয়াস জুনিয়রের সৌজন্যে ৮৩ মিনিটে প্রথম গোলটি পায় রিয়াল। বাম প্রান্ত থেকে ব্রাজিলিয়ান তরুণের নেয়া শট ভায়াদোলিদের ডিফেন্ডার কিকোর গায়ে লেগে জালে জড়ায়। প্রতিপক্ষের গোলরক্ষক ঝঁাপিয়ে বল হাতে লাগালেও ঠেকাতে পারেননি। ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়াতে সচেষ্ট হয় রিয়াল। সুফল মেলে ৮৮ মিনিটে। ভায়াদোলিদের বক্সে কমির বেনজেমা ফাউলের শিকার হলে পেনাল্টি পায় রিয়াল। স্পট কিক থেকে গোল করেন অধিনায়ক সাজির্ও রামোস (২-০)। চলতি লিগে এটি রিয়ালের পঞ্চম জয়। ১১ ম্যাচ থেকে ১৭ পয়েন্ট সংগ্রহ করেছে তারা, পয়েন্ট টেবিলে উঠে এসেছে ছয় নম্বরে।