ব্রাদাসের্ক উড়িয়ে শেষ আটে সাইফ

ফেডারেশন কাপ

প্রকাশ | ০৬ নভেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
ফেডারেশন কাপ ফুটবল টুনাের্মন্টে গ্রæপ ‘বি’ থেকে কোয়াটার্র ফাইনাল নিশ্চিত করেছে সাইফ স্পোটির্ং ক্লাব। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচে ব্রাদাসর্ ইউনিয়নের বিপক্ষে রীতিমতো গোল উৎসব করে ৫-০ ব্যবধানে জয় তুলে নেয় জন হলের শিষ্যরা। এই হারে গ্রæপ পবর্ থেকেই বিদায় নিয়েছে ব্রাদাসর্। তাতে শেষ আটে উঠে গেছে গ্রæপের অপর দল টিম বিজেএমসিও। সোমবার ম্যাচের প্রথম থেকেই ব্রাদাসের্ক কোণঠাসা করে রাখে সাইফ স্পোটির্ং ক্লাব। তাদের একের পর এক আক্রমণ সামলাতেই দিশেহারা হয়ে পড়ে গোপীবাগের দলটি। ১৩ মিনিটে ডিফেন্ডার রহমত মিয়ার অসাধারণ গোলে ম্যাচে লিড নেয় সাইফ। বক্সের ভেতর কলোম্বিয়ান ডিফেন্ডার ডেইনার আন্দ্রেস করডোবার পাসে বল পেয়ে ডান পায়ের দারুণ শট নেন রহমত মিয়া, গোলরক্ষক সুজন চৌধুরী ঝঁাপিয়ে পড়েও বলের নাগাল পাননি। বল জড়ায় ব্রাদাসের্র জালে (১-০)। ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেছে জন হলের শিষ্যরা। ডান প্রান্ত দিয়ে বক্সের ভেতর সাইফের কোরিয়ান ফরোয়াডর্ সিওনজিল পাকের্র ক্রস গোলরক্ষক সুজন ফিস্ট করেও বল ক্লিয়ার করতে ব্যথর্ হলে মিডফিল্ডার মোহাম্মদ জাভেদ খান জোরালো হেডে লক্ষ্যভেদ করেন (২-০)। ৪০ মিনিটে আরও এক গোল হজম করে কমলা জাসির্ধারীরা। ডান প্রান্ত থেকে বক্সের ভেতর সিনজিওল পাকের্র পাস থেকে সাইফের রাশিয়ান ফরোয়াডর্ ডেনিস বলশাকভের গোলে ব্যবধান দঁাড়ায় ৩-০। দ্বিতীয়াধের্ও আক্রমণের ধার ধরে রাখে সাইফ। তবে চতুথর্ গোলটি পেতে তাদের বেশ অপেক্ষা করতে হয়েছে। ৮২ মিনিটে বদলি মিডফিল্ডার সাজ্জাদ সোয়েব মাঠে নেমেই সাইফকে এক গোল উপহার দেন (৪-০)। ৮৯ মিনিটে একটা সুযোগ এসেছিল ব্রাদাসের্র। ব্রাজিলিয়ান এভারটন সান্তোসের মাপা কনার্র বক্সে পেয়েও গোল করতে ব্যথর্ হন তার সতীথর্রা। হেডে দক্ষতার সঙ্গেই বল বিপদমুক্ত করেছে সাইফের ডিফেন্ডাররা। ইনজুরি টাইমে ব্রাদাসের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ডেনিস বলস্যকভ (৫-০)। ম্যাচে ফেরার আর কোনো সুযোগ ছিল না ব্রাদাসের্র। ৫-০ গোলের বড় হারে গ্রæপ পবের্ই স্বপ্ন শেষ হয়ে যায় তাদের।