ব্যবধান ছিল মানসিকতায়!

প্রকাশ | ০৭ নভেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজে ধবলধোলাই তো বটেই, একটা ম্যাচে লড়াই করতে না পারা জিম্বাবুয়ে কি করে টেস্টে মানসিকভাবে এগিয়ে গেল? ব্যাপারটা অনেকেরই হজম করতে কষ্ট হচ্ছে। তবে জিম্বাবুয়ে কোচ লালচঁাদ রাজপুত ভাবছেন তার উল্টো। টেস্টে দু’দলের ব্যবধানটা আসলে কোথায় ছিল তার একটা ব্যাখ্যা দঁাড় করিয়েছেন তিনি। তার মতে, স্কিলে নয় টেস্টে বাংলাদেশ দল মানসিকভাবে অনেক পিছিয়ে ছিল। সিলেট টেস্টে সাড়ে তিন দিনেই জিম্বাবুয়ের কাছে ১৫১ রানে হার মেনেছে বাংলাদেশ। কিন্তু নিজ দেশের চেনা পরিবেশে ভাঙাগড়ার মধ্যে থাকা দলের সঙ্গে হারলে তো প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। সেসব প্রশ্নের উত্তর খেঁাজার কাজও চলছে। তবে আপাতত একটা উত্তর পাওয়া যাচ্ছে জিম্বাবুয়ে কোচের কাছ থেকে। চেনা কন্ডিশনে বাংলাদেশ যেখানে পারেনি, ভিন্ন কন্ডিশনে জিম্বাবুয়েকে এগিয়ে দিয়েছে নাকি মনের জোরই বললেন রাজপুত, ‘মানসিক দিক ব্যবধান গড়েছে। প্রথম দুদিন আমরা যেভাবে ব্যাট করেছি, যেভাবে নিজেদের চিনিয়েছে আমাদের ক্রিকেটাররা সেটা ছিল মুখ্য।’ টস জিতে আগে ব্যাট করতে গিয়েই উইকেটের ভাষাও নাকি পড়ে ফেলেছিল জিম্বাবুয়ে। পরিকল্পনা ঠিক করে স্থির থাকাতেই তারা পেয়েছে সাফল্য বললেন জিম্বাবুয়ের কোচ, ‘প্রথম দিনই উইকেটে কিছু টানর্ ছিল, এমনকি মন্থর ছিল। ব্যাটসম্যানরা কিছুটা ভয় পেয়েছিল যে খেলা চার, পঁাচদিনে যায় কিনা। আমি শুধু বলেছি শান্ত থাক, নিজেদের রক্ষণের উপর আস্থা রাখ। নিজেদের মানসিকভাবে দৃঢ়তার পরিচয় দাও। শেষ পযর্ন্ত আমাদের খেলোয়াড়রা সেটাই করে দেখিয়েছে।’ জিম্বাবুয়ের কোচ হচ্ছেন ভারতীয়। আজ ভারতে বড় উৎসবের একটি দীপাবলি হচ্ছে। তাই আজ জিম্বাবুয়ের কোচ রাজপুত তার শিষ্যদের কাছে জয় চেয়েছিলেন। ছেলেরা সেটা করতে পারায় দারুণ তৃপ্ত তিনি। টেস্টের চতুথর্ ইনিংসে বড় রান তাড়া করে জেতার রেকডর্ খুব নেই ক্রিকেট বিশ্বের বড় দলগুলোরও। এ কথা নাকি বারবার ছেলেদের মনে করিয়ে দিয়েছেন রাজপুত, ‘চতুথর্ দিনের উইকেটে ৩২০ রানের লক্ষ্য তাড়া করে জেতা খুব কঠিন। খুব বেশি দল এই কাজ করতে পারেনি। আমরা আশা করেছিলাম বাংলাদেশের ব্যাটসম্যানরা ওদের শট খেলবে। কারণ, শট খেললে সুযোগ তৈরি হবে আর আমরা সেগুলো কাজে লাগিয়েছি। আমাদের ব্যাটসম্যানদের মতো ওদের কেউ টিকে থাকার চেষ্টা করেনি।’ বাংলাদেশের মাটিতে এসে বিশ্বের অনেক বড় দলগুলো হেরেছে। আর তাই টেস্টে বাংলাদেশের মাটিতে টাইগারদের হারানো অনেক বড় ব্যাপার বলেও মানছেন জিম্বাবুয়ের কোচ, ‘বাংলাদেশের মাটিতে বাংলাদেশকে হারানো অবশ্যই বড় ব্যাপার। বড় টেস্ট খেলুড়ে দেশগুলোও এখানে এসে সংগ্রাম করে। এটা আমাদের জন্য মানসিক দিক থেকে অনেক বড় একটা জয় বলতে পারেন।’