বিদায়ী টেস্টে দারুণ কীতির্ হেরাথের

প্রকাশ | ০৭ নভেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
সাদা পোশাকে আর আন্তজাির্তক ক্রিকেটে দেখা যাবে না রঙ্গনা হেরাথকে। বিদায়ের ঘোষণাটা নিজেই দিয়েছিলেন কিছুদিন আগে। দেখতে দেখতে বিদায়ের ক্ষণ চলেও এল। মঙ্গলবার গলে ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্টটি খেলতে নেমেছেন শ্রীলংকার এই বঁাহাতি স্পিনার। ক্যারিয়ারের ৯৩তম টেস্ট খেলতে নামার সময় হেরাথকে তার সতীথর্রা ‘গাডর্ অব অনার’ দিয়েছেন। বিদায়ী ম্যাচে ইংলিশ অধিনায়ক জো রুটকে আউট করে দারুণ এক কীতিের্ত নাম লিখিয়েছেন এই স্পিনার। টেস্ট ইতিহাসে কোনো নিদির্ষ্ট ভেন্যুতে ১০০ উইকেট নেয়া তৃতীয় বোলার এখন তিনি। হেরাথের আগে এই কীতিের্ত নাম লিখিয়েছেন তারই স্বদেশী মুত্তিয়া মুরালিধরন আর ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন। মুরালিধরন নিজ দেশের তিন ভেন্যু- গল, ক্যান্ডি এবং কলম্বোর সিংহলিজ স্পোটর্স ক্লাব মাঠে উইকেটের সেঞ্চুরি করেছেন। অ্যান্ডারসনের রয়েছে ক্রিকেটের মক্কা লডের্স। হেরাথের শেষ ম্যাচে আবার ক্যারিয়ার শুরু হয়েছে ইংল্যান্ডের উদ্বোধনী ব্যাটসম্যান ররি বান্সর্ ও উইকেটরক্ষ ব্যাটসম্যান বেন ফোকসের। বান্সর্ ব্যথর্ হলেও হেরাথের বিদায়ী ম্যাচে নিজের আগমনী বাতার্ দিয়ে রেখেছেন ফোকস। ক্যারিয়ারের অভিষেক টেস্টেই হাঁকিয়েছেন প্রথম অধর্শত। মাত্র ১৩ রান দূরে রয়েছেন অভিষেক টেস্টেই সেঞ্চুরি থেকে। ফোকসের অপরাজিত ৮৭ রানের ইনিংসের ম্যাচের প্রথম দিন শেষে স্বস্তিজনক অবস্থানে রয়েছে ইংল্যান্ড। প্রথম দিন শেষে তাদের সংগ্রহ ৮ উইকেটে ৩২১ রান। গলের রানপ্রসবা উইকেটের ফায়দা নিতে পারেননি ইংল্যান্ডের অভিষিক্ত ওপেনার বানর্স (৯) এবং অলরাউন্ডার মঈন আলি (০)। মাত্র ১০ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড। তৃতীয় উইকেটে ৬২ রান যোগ করেন অধিনায়ক জো রুট ও ওপেনার কিটন জেনিংস। দলীয় ৭২ রানের মাথায় ৩৫ রান করে ফেরেন রুট। ব্যক্তিগত অধর্শত থেকে ৪ রান দূরে থাকতেই আউট হন জেনিংস। ১০৩ রানের মাথায় ৭ রান করে বেন স্টোকস ফিরে যাওয়ার পরে উইকেটে আসেন ফোকস। প্রথম সেশনেই পাঁচ উইকেট হারিয়ে তখন বিপদে ইংল্যান্ড। জশ বাটলার, স্যাম কুরান, আদিল রশিদ ও অ্যাডাম লিচের সঙ্গে ভিন্ন ভিন্ন জুটি গড়ে দলকে নিরাপদ সংগ্রহে পৌঁছে দিয়েই দিন শেষ করেন ফোকস।