ফের রোনালদোর সামনে ম্যানইউ

প্রকাশ | ০৭ নভেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
তুরিনের জুভেন্টাস স্টেডিয়াম, দুই মৌসুম আগেও এই মাঠটা ছিল তার নিজের। এই মাঠে খেলেই পল পগবার আজকের পল পগবা হয়ে উঠা। তখনকার ট্রান্সফার ফি’র বিশ্বরেকডর্ গড়ে ফরাসি মিডফিল্ডারকে দলে টেনেছিল হোসে মরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেড। এবার ইংলিশ ক্লাবটির জাসির্ গায়ে চাপিয়ে পগবা ফিরছেন জুভেন্টাস স্টেডিয়ামে, চ্যাম্পিয়ন্স লিগে স্বাগতিক জুভেন্টাসের বিপক্ষে ‘এইচ’ গ্রæপের ফিরতি ম্যাচ খেলতে। পগবার ওপর তাই আলাদা নজর থাকবে সবার। তবে বাড়তি নজর থাকছে ক্রিশ্চিয়ানো রোনালদোর ওপর। বতর্মানে জুভেন্টাসে খেলা পতুির্গজ যুবরাজ যে সবর্কালের অন্যতম সেরা ফুটলার হয়ে উঠেছেন, এর নেপথ্যে তো তার সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডই। দুই সপ্তাহ আগে ওল্ড ট্রাফোডর্ ঘুরে এসেছেন রোনালদো, সাবেক ক্লাবের বিপক্ষে মাঠেও আলো ছড়িয়েছেন। যদিও গোল পাননি, তবে পাওলো দিবালার গোলে জয় নিয়েই ঘরে ফিরেছে তার দল জুভেন্টাস। এবারের চ্যাম্পিয়ন্স লিগে শতভাগ জয়ের রেকডর্ অক্ষত তাদের, তিন খেলায় ৯ পয়েন্ট নিয়ে স্বভাবতই ‘এইচ’ গ্রæপের শীষের্ ম্যাসিমিলিয়ানো আলেগ্রির দল। নিজেদের মাঠে আজ তারা নামছে টানা চতুথর্ জয়ে চোখ রেখে। রোনালদো-দিবালাদের পায়ের জাদুতে সেই জয়টা ধরা দিলে নকআউটপবের্ খেলা নিশ্চিত হয়ে যাবে তাদের। চলতি মৌসুমে যেভাবে ম্যাচের পর ম্যাচ প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে চলেছে জুভিরা, পারফরম্যান্সের ধারাবাহিকতা থাকলে আজ আরেকটা জয় প্রত্যাশা করতেই পারে তারা। জুভেন্টাস কাক্সিক্ষত জয় পেলে ঘোর বিপাকে পড়ে যাবে মরিনহোর ম্যানইউ। তিন খেলায় চার পয়েন্ট নিয়ে আপাতত গ্রæপ টেবিলে দুইয়ে তারা। কিন্তু স্থানটা কেড়ে নেয়ার জন্য ইংলিশ ক্লাবটিকে চোখ রাঙাচ্ছে ভ্যালেন্সিয়া। স্প্যানিশ ক্লাবটি আজ ঘরের মাঠে আতিথ্য দেবে অপেক্ষাকৃত দুবর্ল প্রতিপক্ষ ইয়ং বয়েজকে। এই ম্যাচে ভ্যালেন্সিয়া অনায়াসে জিতবেÑ এমনটা ধরে রেখেছেন অনেকেই। তাই দ্বিতীয় স্থান অক্ষুণœ রাখতে আজ জুভেন্টাসের কাছে কিছুতেই হারা চলবে না ম্যানইউর। মৌসুমটা ভালো কাটছে না তাদের। তবে সবশেষ ম্যাচে বোনর্মাউথের বিপক্ষে ২-১ গোলের জয় দিয়েই নিজেদের প্রস্তুতি সেড়েছে মরিনহোর শিষ্যরা। দুঃসময় কাটিয়ে উঠার আভাস দিচ্ছে ম্যানইউ। আজ জুভেন্টাসের বিপক্ষে ভালো করতে পারলে হারানো আত্মবিশ্বাস ফিরে পাবে দলটি। এতে একটা দল হয়ে উঠতে পারবে তো ম্যানইউ? দলের সাবির্য়ান মিডফিল্ডার নেমাঞ্জা মাতিচ দাবি করলেন, তারা একাট্টাই আছেন, ‘আমরা সবাই একতাবদ্ধ। যখন আমরা জিতি; তখন যেমন একত্রে থাকি, একত্রে থাকি যখন হারি তখনো। গণমাধ্যম যা লিখছে সেটা সত্যি নয়। আমরা কঠোর পরিশ্রম করছি এবং এভাবেই চালিয়ে যাব আমরা। ম্যানচেস্টার ইউনাইটেড নামটাই আমাদের পেশাদার হতে উদ্বুদ্ধ করে।’ এখন দেখার জুভেন্টাসের বিপক্ষে ঐক্যবদ্ধ হয়ে পারফমর্ করতে পারে কিনা মরিনহোর শিষ্যরা। একই দিনে মাঠে নামছে গত তিন আসরের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ‘জি’ গ্রæপের খেলায় তাদের প্রতিপক্ষ স্বাগতিক ভিক্টোরিয়া প্লজেন। গ্রæপ টেবিলের শীষের্ থাকা রোমা খেলবে সিএসকেএ মস্কোর বিপক্ষে। নকআউট পবের্র পথে এগিয়ে যেতে ম্যাচটা তাদের জন্য খুবই গুরুত্বপূণর্। ‘ই’ গ্রæপের পয়েন্ট টেবিলে শীষর্ স্থান দখল করতে জয়ের বিকল্প নেই বায়ানর্ মিউনিখের সামনে। ঘরের মাঠে আজ তার এইকে এথেন্সকে আতিথ্য দেবে। গ্রæপের অপর ম্যাচে বেনফিকার বিপক্ষে লড়বে শীষের্ থাকা আয়াক্স। এদিকে, ‘এফ’ গ্রæপের শীষর্ স্থান অক্ষুণœ রাখতে আজ ইতিহাদ স্টেডিয়ামে শাখতার দোনেৎস্ককে আতিথ্য দেবে পেপ গাদির্ওলার ম্যানচেস্টার সিটি।