সবার আগে শেষ ষোলোয় বাসার্

প্রকাশ | ০৮ নভেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
গোলের পর হ্যারি কেন
ন্যু ক্যাম্পে প্রথম লেগের দেখায় ইন্টার মিলানের বিপক্ষে জয় পেয়েছিল বাসেের্লানা। কিন্তু এবার ইন্টারের মাঠে জয় নিয়ে ফিরতে পারেনি স্প্যানিশ জায়ান্টারা। লিওনেল মেসিবিহীন দল মঙ্গলবার রাতে ১-১ গোলে ড্র করেছে। ওই ড্রয়েও এবারের চ্যাম্পিয়ন্স লিগে সবার আগে শেষ ষোলোতে খেলা নিশ্চিত করেছে কাতালান ক্লাবটি। অপরদিকে ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেনের শেষ মুহূতের্র চমকে পিএসভি আইন্দহভেনকে ২-১ গোলে হারিয়েছে টটেনহাম। সান সিরোয় এদিন ‘বি’ গ্রæপের ম্যাচে বাসেের্লানাকে স্বাগত জানায় ইন্টার মিলান। ইতালির ক্লাবটির বিপক্ষে ভাÐারের সেরা ফরোয়াডর্ মেসিকে দলের বাইরে রেখে ভক্তদের চমক দিয়েছিলেন বাসার্ কোচ আনেের্স্তা ভালভাদের্। মেসিহীন দলও অবশ্য খারাপ খেলেনি। তবে বেশ কিছু সুযোগ পেয়েও এলোমেলো আক্রমণে সেগুলো থেকে কাক্সিক্ষত সাফল্য পায়নি তারা। লুইস সুয়ারেজ-ফিলিপ কুতিনহোরা একের পর এক সুযোগ নষ্ট করলেও ৮১ মিনিটে ইন্টারের রক্ষণ ভাঙেন বদলি ফরোয়াডর্ ম্যালকম। কুতিনহোর বাড়ানো বল থেকে ইন্টারের জাল কঁাপিয়েছেন তিনি। নিধাির্রত সময়ের আর তিন মিনিট বাকি থাকতে বাসাের্ক পয়েন্ট ভাগাভাগিতে বাধ্য করে ইন্টার। বাসেের্লানা ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ছে দলটির সমথর্কদের এমন স্বপ্ন ভেঙে দেন ইন্টারের আজের্ন্টাইন ফরোয়াডর্ ইকাদির্। প্রথমে ভেসিনোর শট আটকে দেন বাসার্ গোলরক্ষক টার স্টেগান। ফিরতি বল পেয়ে যান ইকাদির্। আজের্ন্টাইন স্ট্রাইকারের ডান পায়ের শট আর আটকাতে পারেননি বাসেের্লানার গোলপোস্টে আস্থার প্রতীক স্টেগান। ফলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় অতিথিদের। এতেও ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রæপ থেকে সবার আগে শেষ ষোলো নিশ্চিত করল বাসার্। ৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে ইন্টার মিলান। ওয়েম্বলিতে ম্যাচ শুরুর ২ মিনিটের মাথায় এগিয়ে যায় পিএসভি। কনার্র থেকে আসা বলে মাথা ছুঁইয়ে দলকে এগিয়ে নেন লুক ডি ইয়ং। এরপর থেকে পুরো ম্যাচে আক্রমণের পর আক্রমণ করেও গোলের দেখা পায়নি টটেনহাম। প্রতিপক্ষের মাটিতে গিয়ে ৭৫ মিনিট পযর্ন্ত টটেনহামকে ঠেকিয়ে রেখেছিল পিএসভি। কিন্তু শেষ রক্ষা হয়নি। ৭৮ মিনিটে ডি বক্সের ভেতরে ফঁাকা জায়গা থেকে গোল করে দলকে সমতায় ফেরান হ্যারি কেন (১-১)। এরপর ৮৯ মিনিটে বঁা-প্রান্ত থেকে বেন ডেভিসের বাড়ানো ক্রসে হেড করে দলকে জয় এনে দেন তিনি। এই জয়ে নকআউট পবের্র আশা বঁাচিয়ে রাখলো ৪ পয়েন্ট পাওয়া টটেনহাম।