লিভারপুল-মোনাকোর দুঃস্বপ্নের রাত

প্রকাশ | ০৮ নভেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
সব প্রতিযোগিতায় দারুণ ছন্দে থাকা ইংলিশ ক্লাব লিভারপুল এবার চ্যাম্পিয়ন্স লিগে চতুথর্ ম্যাচে এসে ধরাশয়ী হয়েছে অখ্যাত ক্লাব রেড স্টার বেলগ্রেডের কাছে। মঙ্গলবার রাতে সাবির্য়ান ক্লাবটির মাঠ থেকে ২-০ ব্যবধানে হার নিয়ে ঘরে ফিরেছে ইয়ুগের্ন ক্লপের শিষ্যরা। রাতটি দুঃস্বপ্নের মতো কেটেছে মোনাকোরও। ক্লাব ব্রæগের কাছে ৪-০ গোলে হেরেছে তারা, ফরাসি লিগ ওয়ানের দলটি ছিটকে গেছে আসর থেকে। ডেথ গ্রæপ খ্যাত ‘সি’ গ্রæপে রেডস্টারই কিছুটা পিছিয়ে। আগের তিন ম্যাচ থেকে একটি পয়েন্ট অজর্ন করা সেই দলটিই নিজেদের মাঠে রীতিমতো নাচিয়ে ছেড়েছে লিভারপুলকে। অলরেডদের মাঠ থেকে ৪-০ গোলে হেরে আসার মধুর প্রতিশোধই নিয়েছে তারা। ম্যাচের ৩০ মিনিটের মধ্যেই দুই গোল আদায় করে নেয় রেডস্টার। এরপর স্বাগতিক দলের রক্ষণ ভেদ করে জালের দেখা না পাওয়ায় হারের হতাশা নিয়ে ফিরতে হয়েছে বতর্মান রানাসর্আপদের। ২২ মিনিটে কনার্র থেকে উড়ে আসা বল অনেকটা লাফিয়ে হেডে জালে পাঠান রেডস্টার স্ট্রাইকার মিলান পাভকোভ। এর ৭ মিনিট পর আবারও লিভারপুলের জালে বল পাঠান তিনি। ডাচ মিডফিল্ডার জজিির্নয়ো ভেইনালডামকে কাটিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন সাবির্য়ান ফরোয়াডর্। ম্যাচের বাকি সময়ে সুযোগ তৈরি করেও তা কাজে লাগাতে পারেনি লিভারপুল। ফলে পরাজয়ের তিক্ততা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে সালাহ-ফিরমিনোদের। এই হারে ৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রæপের দ্বিতীয় স্থানে নেমে গেছে লিভারপুল। গ্রæপের আরেক ম্যাচে পিএসজিকে ১-১ গোলে রুখে দিয়ে শীষর্ স্থান দখলে নিয়েছে নাপোলি। তাদেরও পয়েন্ট ৬। তবে গোলগড়ে এগিয়ে তারা। এই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে তিনে পিএসজি, ৪ পয়েন্ট নিয়ে তলানিতে রেডস্টার। নাপোলিকে হারাতে পারলে শীষর্ স্থানটা দখলে পেত পিএসজিই। প্রথমাধের্র শেষ মুহ‚তের্ হুয়ান বানাের্টর গোলে এগিয়ে গিয়ে জয়ের আশাও জাগিয়েছিল ফরাসি জায়ান্টরা। কিন্তু দ্বিতীয়াধের্ লিডটা ধরে রাখতে পারেনি নেইমার-এমবাপেদের দল। আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠা ম্যাচে প্রথমাধের্র ইনজুরি সময়ে এমবাপের পাস থেকে গোল করে পিএসজিকে এগিয়ে দেন বানার্ট (১-০)। সমতা ফেরাতে অবশ্য খুব বেশি সময় নেয়নি নাপোলি। ৬১ মিনিটে কালেহনকে ডিবক্সের ভেতর ফাউল করে স্বাগতিকদের পেনাল্টি উপহার দেন থিয়াগো সিলভা। স্পট কিক থেকে গোল করে দলকে সমতায় ফেরান ইনিসিনিয়ে (১-১)। এরপর মুহুমুর্হু আক্রমণ করলেও আর গোলের দেখা পায়নি পিএসজি। ফলে ড্র নিয়ে ইতালি থেকে বাড়ি ফিরতে হচ্ছে থমাস টুখেলের শিষ্যদের। অপরদিকে ‘এ’ গ্রæপের ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদ ২-০ গোলে সহজেই হারিয়েছে বরুশিয়া ডটর্মুন্ডকে। দলটির জয়ে দুটি গোল করেন সল নিগ ও আতোয়ান গ্রিজম্যান। এই জয়ে সুবাদে অ্যাটলেটিকোর সংগ্রহ ৯ পয়েন্ট। পয়েন্ট টেবিলে দুইয়ে তারা। সমান পয়েন্ট নিয়েও শীষের্ ডটর্মুন্ড। গ্রæপের অপর ম্যাচে ক্লাব ব্রæগের কাছে ৪-০ গোলে হেরে আসর থেকে ছিটকে গেছে মোনাকো।