শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

র্যাগনিক হচ্ছেন ম্যানইউর ছয় মাসের র্কোচযাগনিক হচ্ছেন ম্যানইউর ছয় মাসের কোচ

ক্রীড়া ডেস্ক
  ২৭ নভেম্বর ২০২১, ০০:০০

ওলে গুনার সুলশারকে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান কোচ হতে বরখাস্ত করার পর তার জায়গায় রেডডেভিলদের এক নম্বর টার্গেট পিএসজির কোচ মাউরিসিও পচেত্তিনো। টটেনহাম হটস্পারের সাবেক আর্জেন্টনাইন কোচও যে ইংল্যান্ডে ফিরতে আগ্রহী, তা বোঝা যাচ্ছে। কিন্তু মৌসুমের মাঝপথে তাকে ছাড়তে নারাজ ফরাসি জায়ান্টরা। তাই অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে 'জার্মান গডফাদার' খ্যাত রালফর্ যাগনিককে নিয়োগ দিতে যাচ্ছে ম্যানইউ।

যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে শোনা যাচ্ছে এই মৌসুমের বাকি সময়ের জন্য রেডডেভিলদের ডাগ আউটে দাঁড়াবেনর্ যাগনিক। ছয় মাসের চুক্তি করতে শুরুতে রাজি ছিলেন না। তবে অন্তর্বর্তীকালীন মেয়াদ শেষে কনসালটেন্সির ভূমিকায় দুই বছরের চুক্তি করা হবে এমন আশ্বাসে কোচ হতে সম্মতি দিয়েছেন তিনি।

অবশ্য রোববার চেলসির বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যাচে থাকছেন নার্ যাগনিকের। ওয়ার্ক পারমিট জটিলতায় ইংল্যান্ডে আসতে পারবেন না তিনি, এই ম্যাচে তাই ডাগ আউটে থাকবেন ভারপ্রাপ্ত কোচ মাইকেল ক্যারিক। বর্তমানে রাশিয়ান ক্লাব লোকমোটিভ মস্কোর কনসালটেন্সির দায়িত্বে আছেনর্ যাগনিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে