শেষ রোমাঞ্চের অপেক্ষায় কানপুর

প্রকাশ | ২৯ নভেম্বর ২০২১, ০০:০০

ম ক্রীড়া ডেস্ক
অভিষেকে আলো ছড়ালেন শ্রেয়াস আইয়ার। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে প্রয়োজনের সময় খেললেন ৬৫ রানের দারুণ এক কার্যকরী ইনিংস। তার গড়ে দেওয়া ভিতের ওপর দাঁড়িয়ে ঋদ্ধিমান সাহা ও অক্ষর প্যাটেল ভারতের স্কোর নিয়ে গেলেন ৭ উইকেটে ২৩৪ রানে। এরপরই দ্বিতীয় ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ডকে ২৮৪ রানের লক্ষ্য বেঁধে দেয় আজিঙ্কা রাহানেরা। রোববার চতুর্থ দিনের শেষ বিকালে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে কিউইরা ৪ রান তুলতেই হারিয়ে ফেলেছে ১ উইকেট। ফলে কানপুর টেস্ট জিততে আজ শেষ দিনে সফরকারীদের করতে হবে ২৮০ রান। তাইতো রোমাঞ্চকর শেষের অপেক্ষায় এই টেস্ট। রোববার বারবার বাঁক বদল হয়েছে কানপুরের প্রথম টেস্ট। গ্রিন পার্ক স্টেডিয়ামে ১ উইকেটে ১৪ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা ভারত চরম বিপদে পড়ে টিম সাউদি ও কাইল জেমিসনের তোপে। ৫১ রান তুলতে স্বাগতিকরা হারায় ৫ উইকেট। চেতশ্বর পূজারা ২২ ও মায়াঙ্ক আগারওয়াল করেন ১৭ রান। অন্যদিকে ব্যর্থতার খাতায় নাম তুলেছেন রাহানে (৪) ও রবীন্দ্র জাদেজা (০)। এরপরই প্রতিরোধ শুরু আইয়ারের। চমৎকার ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি তুলে নিয়ে ৬৫ রানের ইনিংস খেলেন তিনি। চতুর্থ দিনের শেষ বিকালে ২৮৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩ রানেই ওপেনার উইল ইয়াংয়ের উইকেট হারায় নিউজিল্যান্ড। এরপর দিনের বাকিটা পার করে দিয়েছেন টম ল্যাথাম (২*) ও নাইটওয়াচম্যান উইলিয়াম সমারভিল (০*)। তাই আজ শেষ দিনে নিউজিল্যান্ডের সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা।