শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নারী সাফ আয়োজনে প্রস্তুত বাফুফে

ম ক্রীড়া প্রতিবেদক
  ০২ ডিসেম্বর ২০২১, ০০:০০

ঘরের মাটিতে আবারও হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ। এরই মধ্যে টুর্নামেন্ট আয়োজনের বিভিন্ন প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশ (বাফুফে)। লোকাল অর্গানাইজিং কমিটি ও নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানান টুর্নামেন্ট আয়োজনে সম্পূর্ণ প্রস্তুত বাফুফে। এছাড়া টুর্নামেন্টের ম্যাচগুলো বেসরকারি টেলিভিশন চ্যানেল টি স্পোর্টসে সরাসরি সম্প্রচার করা হবে বলেও নিশ্চিত করেন তিনি।

নারী অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপে এবার অংশ নিচ্ছে স্বাগতিক বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলংকা ও ভুটান। ফিফার নিষেধাজ্ঞা এখনো বহাল থাকায় টুর্নামেন্টে অংশ নিচ্ছে না পাকিস্তান। এছাড়া নিজেদের অভ্যন্তরীণ কারণে অংশ নেবে না মালদ্বীপ। সংস্কার কাজের জন্য এবার বঙ্গবন্ধু স্টেডিয়াম পাচ্ছে না বাফুফে। তাই টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হবে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে। ১১ ডিসেম্বর শুরু হয়ে ২২ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে সাফের। টুর্নামেন্ট শুরু হতে বাকি আর মাত্র ১০ দিন। তবে এরই মধ্যে প্রয়োজনীয় প্রায় সব প্রস্তুতি শেষ বাফুফের। এ বিষয়ে কিরণ বলেছেন, 'সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ আয়োজনে আমরা সম্পূর্ণ প্রস্তুত। এরই মধ্যে অর্গানাইজিং কমিটির দ্বিতীয় সভা হয়েছে। সেখানে আমরা আবাসন, যাতায়াত, নিরাপত্তা এবং চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। সামনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে নিরাপত্তাজনিত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।'

টুর্নামেন্টে খেলতে আসা দলগুলোকে কোথায় রাখা হবে জানতে চাইলে কিরণ বলেন,'বাংলাদেশ দল বাফুফে ভবনেই থাকবে। এখানেই তারা বেশি সাচ্ছন্দ্য বোধ করে। অতিথি দেশগুলোর দু'টি দলের জন্য হোটেল এশিয়া এবং দু'টি দল থাকবে হোটেল পূর্বাণীতে। ম্যাচ অফিসিয়ালদের রাখা হবে হোটেল ফারসে।'

'৫-৬টি উপ-কমিটি করা হয়েছে। বিমান বন্দরে যখন দলগুলো আসবে সেখান থেকে তারা কোনো ধরনের ভোগান্তি ছাড়াই যাতে টিম হোটেলে আসতে পারে, তার জন্য রিসিপশন কমিটি করা হয়েছে। আমাদের লিয়াজোঁ কমিটিও করা হয়েছে। এছাড়া আমাদের নিরাপত্তা বিষয়ক কমিটি ও মেডিকেল কমিটি হবে। আরেকটা নতুন কমিটি হবে মাঠে দর্শক ম্যানেজম্যান্টের জন্য। আমরা চাই বেশি করে নারী দর্শক মাঠে থাকুক।' যোগ করেন নারী ফুটবল কমিটির চেয়ারম্যান।

এছাড়া ম্যাচগুলো ঘরে বসেও দর্শকরা উপভোগ করতে পারবেন বলে জানান কিরণ, 'টুর্নামেন্টের প্রচার প্রচারণার জন্য যা যা করা দরকার এ বিষয়ে আমাদের মিডিয়ার মার্কেটিং ডিপার্টমেন্ট কাজ করছে। এছাড়া বেসরকারি টেলিভিশন চ্যানেল টি স্পোর্টস আমাদের সঙ্গে আছে। তারা ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে