বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় টেস্টে অনিশ্চিত সাইফ হাসান

ম ক্রীড়া প্রতিবেদক
  ০২ ডিসেম্বর ২০২১, ০০:০০

মাঠে সময়টা ভালো যাচ্ছিল না

সাইফ হাসানের। টি২০ সিরিজের পর প্রথম টেস্টেও রান পাননি তিনি। নিজেকে প্রমাণ করার সুযোগটা ছিল দ্বিতীয় টেস্টে। কিন্তু দুর্ভাগ্য তার, সে টেস্ট খেলা প্রায় অনিশ্চিত তার। টাইফয়েড হওয়ার কারণে মিরপুর টেস্টে তিনি নাও খেলতে পারেন বলে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবশীষ চৌধুরী।

শারীরিক অসুস্থতার কারণে মঙ্গলবার রাতে টাইফয়েড পরীক্ষা করা হয় সাইফের। পরে ফল এসেছে পজিটিভ। সংবাদমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করে দেবাশীষ বলেন, 'সাইফ টাইফয়েডে আক্রান্ত হয়েছেন। এসব ক্ষেত্রে শরীর খুব দুর্বল হয়ে যায়। এ রকম দুর্বলতা নিয়ে খেলা সম্ভব হয় না। টাইফয়েডের নিয়মিত যে চিকিৎসা আছে, তা ইতোমধ্যে শুরু হয়েছে।'

পাকিস্তান সিরিজে বিশেষ করে টি২০তে হুট করেই জায়গা পেয়েছিলেন সাইফ। কিন্তু সুবিধা করে উঠতে পারেননি এই ডানহাতি ব্যাটসম্যান। এমনকি চট্টগ্রামে প্রথম টেস্টেও ব্যর্থ হন। সবচেয়ে

বড় প্রশ্ন জেগেছে তার ব্যাটিংয়ের ধরনে। আত্মবিশ্বাসের অভাবে ভুগেছেন, তা প্রায় স্পষ্ট। টেকনিকেও

ছিল বড় গড়বড়।

স্বাভাবিকভাবেই আগামী শনিবার থেকে শুরু হতে যাওয়া মিরপুর টেস্টের আগে টাইফয়েড থেকে সুস্থ হওয়ার সম্ভাবনা কম সাইফের। পাকিস্তানের বিপক্ষে টি২০ সিরিজে দুই ম্যাচ খেলেছেন সাইফ। দুই ম্যাচে তার মোট রান ১। টেস্টেও ব্যর্থ। দুই ইনিংসেই আউট হয়েছেন বাউন্সারে। রান করেছেন যথাক্রমে ১৪ ও ১৮।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে