সেমিফাইনালে শেখ জামাল

প্রকাশ | ১০ নভেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
গোলের পর উচ্ছ¡াসে মেতেছেন শেখ জামাল ধানমÐি ক্লাবের খেলোয়াড়রা। শুক্রবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শক্তিধর সাইফ স্পোটির্ং ক্লাবকে হারিয়ে ফেডারেশন কাপের সেমিফাইনালে উঠেছে দলটি Ñবাফুফে
ফেডারেশন কাপ ফুটবল টুনাের্মন্টে প্রতিদ্ব›িদ্বতাপূণর্ কোয়াটার্র ফাইনাল ম্যাচে সাইফ স্পোটির্ং ক্লাবকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে শেখ জামাল ধানমÐি ক্লাব। আগামী ২১ নভেম্বর প্রথম সেমিফাইনালে বতর্মান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীর মুখোমুখি হবে তারা। ম্যাচের শুরু থেকে দুই দলই লড়াই করেছে সমান তালে। তবে সুযোগ কাজে লাগিয়ে ম্যাচে এগিয়ে যায় শেখ জামাল। গাম্বিয়ান ফরোয়াডর্ সাইনে বোজাংয়ের গোলে ২৯ মিনিটে ম্যাচে লিড নেয় ধানমÐির ক্লাবটি। গাম্বিয়ান এটাকিং মিডফিল্ডার সলোমন কিং প্রায় মাঝ মাঠ থেকে লম্বা উঁচু সেন্টার করেন সতীথর্ স্বদেশি ফরোয়াডর্ সাইনেভ বোজাংয়ের উদ্দেশে। তাকে অফসাইডের ফঁাদে ফেলতেও চেষ্টা করেছিল সাইফের ডিফেন্ডাররা। কিন্তু বোজাং সুকৌশলে অফসাইড ট্র্যাপ কাটিয়ে বল নিয়ে দ্রæতগতিতে ঢুকে পড়েন সাইফের বক্সে। বিপদ বুঝে সামনে এগিয়ে এসেছিলেন সাইফের গোলরক্ষক জিয়াউর রহমান জিয়া। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। সলোমনের দেয়া উঁচু বলটি মাটিতে পড়ার পর বুক দিয়ে বল রিসিভ করে ডান পায়ের চমৎকার প্লেসিংয়ে সাইফের জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন বোজাং (১-০)। পরের মিনিটেই আরও একটি সুযোগ এসেছিল বোজাংয়ের। সতীথের্র লম্বা থ্রো পাসে বল পেয়ে আবারও বক্সে ঢুকে পড়েন। গোলরক্ষক জিয়া আবারও এগিয়ে আসেন। কিন্তু বল নিয়ে একটু বেশি গতিতেই বক্সে ঢুকেছিলেন বোজাং। তাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এই সুযোগে বল দখলে নিয়ে কনাের্রর বিনিময়ে দলকে বিপদমুক্ত করেন সাইফের ডিফেন্ডাররা। প্রথমাধের্ আর কোনো গোল হয়নি। তাই জামাল ব্যবধান বাড়াতে পারেনি; অন্যদিকে সাইফও ম্যাচে ফিরতে পারেনি। ৫০ মিনিটে একটি কনার্র আদায় করে নিয়েছিল শেখ জামাল। কিন্তু দলীয় অধিনায়ক সলোমন কিং মাপা শটে বক্সে বল ফেললেও সতীথর্রা বল বুঝে নেয়ার আগেই সাইফের ডিফেন্ডারদের কাছে বল হারান। ৫৬ মিনিটে ডান প্রান্ত দিয়ে বল নিয়ে জামাল ভুইয়া বাড়িয়ে দেন সতীথর্ ডেনিস বলসাভককে। কিন্তু পোস্ট লক্ষ্য করে শট নেয়ার আগেই বল ক্লিয়ার করেন জামালের ডিফেন্ডাররা। ৬০ মিনিটে জামালের দারুণ একটি গোলের সুযোগ হাতছাড়া হয়েছে। বঁাপ্রান্ত দিয়ে বল নিয়ে বক্সে পাস দিয়েছিলেন বোজাং। পোস্টের খুব কাছে বল পেয়েও বারের উপর দিয়ে মেরে দিয়ে নিশ্চিত গোল থেকে জামালকে বঞ্চিত করেন আজের্ন্টাইন ফরোয়াডর্ লুসিয়ানো পেরেজ। ৬৭ মিনিটে ম্যাচে সমতা ফেরানোর সুযোগ এসেছিল সাইফ স্পোটির্ংয়ের। বক্সের বেশ কাছেই ফ্রি কিক পায় তারা। চতুরতার আশ্রয় নিয়েও গোল পায়নি তারা। সতীথের্র ড্যামি শটের পর রাশিয়ান ফরোয়াডর্ ড্যানিশ যে শটটি নেন সেটি প্রতিহত হয়েছে জামালের রক্ষণ দেয়ালে। ৭১ মিনিটে দারুণ এক গোলে ম্যাচে সমতা আনে সাইফ স্পোটির্ং ক্লাব। স্থানীয় মিডফিল্ডার জাভেদ খান প্রথমে হেডে বল নামিয়ে ছোট পাসে দেন সতীথর্ কলাম্বিয়ান ডিফেন্ডার ডেইনার করডোবাকে। বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো উড়ন্ত শটে সরাসরি জামালের জালে বল পাঠান ডেইনার। গোলরক্ষক ঝঁাপিয়ে পড়েও বলের নাগাল পাননি (১-১)। ৭৭ মিনিটে ডান প্রান্ত দিয়ে সলোমনের উড়ন্ত ক্রসের বল ক্লিয়ার করতে পারেননি সাইফের এক ডিফেন্ডার। প্রায় ফঁাকায় দঁাড়ানো বোজাং দারুণ হেডে বল জালে জড়িয়ে আবারও এগিয়ে দেন শেখ জামালকে (২-১)। শেষ পযর্ন্ত এই স্কোরলাইনেই সেমি নিশ্চিত করে জামাল। আজ কোয়াটার্র ফাইনালে বিকাল ৫টায় শেখ রাসেলের মুখোমুখি হবে বতর্মান রানাসর্আপ চট্টগ্রাম আবাহনী।