অবশেষে থামলেন দ্রগবা

প্রকাশ | ১০ নভেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
বিদায়লগ্নে ভক্ত-সমথর্কদের অভিনন্দনের জবাব দিচ্ছেন দিদিয়ের দ্রগবা। এই আইভরিয়ান স্ট্রাইকার খেলোয়াড়ি জীবনের ইতি টেনেছেন বৃহস্পতিবার ইউএসএল কাপের ফাইনালে হেরে Ñওয়েবসাইট
অবশেষে দীঘর্ ক্যারিয়ারের ইতি টানলেন দিদিয়ের দ্রগবা। তবে ৪০ বছর বয়সী এই আইভরিয়ান খেলোয়াড়ি জীবনের শেষটা টেনেছেন আরেকটা ট্রফি জিততে না পারার আক্ষেপ সঙ্গী করে। বৃহস্পতিবার রাতে ইউএসএল কাপের ফাইনালে তার দল ফোনেক্স রাইজিং ১-০ গোলে হেরে গেছে লুইসভ্যাল সিটির কাছে। আমেরিকার দ্বিতীয় স্তরের এই লিগে আগের তিন ম্যাচে তিন গোল করে ফোনেক্সকে প্লে-অপ পযর্ন্ত টেনে এনেছিলেন এই স্ট্রাইকার, কিন্তু লুইসভ্যালকে শিরোপা ধরে রাখা থেকে আটকাতে পারেননি। ফোনেক্স ক্লাবটির অন্যতম মালিক দ্রগবা। নিজের ক্লাবে খেলার সময় চলতি বছরের মাচের্ তিনি জানিয়েছিলেন, এটাই হবে তার খেলোয়াড়ি জীবনের শেষ মৌসুম। সেই খেলোয়াড়ি জীবনের সেরা সময়টা তিনি কাটিয়েছেন ইংলিশ ক্লাব চেলসিতে। ২০০৪ সাল থেকে ২০১২ সাল পযর্ন্ত প্রথম মেয়াদে ৩৪১ ম্যাচ খেলে দলটির হয়ে ১৫৭ গোল করেছিলেন এই স্ট্রাইকার। জিতেছেন তিনটি প্রিমিয়ার লিগ এবং একটি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। চাইনিজ ক্লাব সাংহাই শেনহুয়া আর তুকির্ জায়ান্ট গ্যালাসারেতে খেলে ২০১৪-১৫ মৌসুমে চেলসিতে পুনরায় যোগ দিয়ে আরও একটি প্রিমিয়ার লিগ শিরোপা জেতেন তিনি। গত মৌসুমে ফোনেক্সে যোগ দেয়ার আগ পযর্ন্ত চেলসিতে মেন্টর হিসেবে কাজ করেছেন এই আইভরিয়ান। ফাইনালে হারের পরও ফোনেক্সে তার দারুণ অবদানের জন্য দ্রগবা ধন্যবাদ পেয়েছেন ক্লাবটির মুল মালিক বারকে বাকায়ের কাছ থেকে। তিনি বলেছেন, ‘দারুণ কিছু করার মতো ভীত গড়ে দিয়েছেন আপনি, যেটা আগামী কয়েক বছর উপভোগ করব আমরা।’ বুটজোড়া তুলে রাখলেন, দ্রগবা এখন ঢুকে গেলেন ফোনেক্সের বোডর্রুমে।