নকআউটে চেলসি-আসের্নাল

প্রকাশ | ১০ নভেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
রাশিয়া বিশ্বকাপে একমাত্র ফরোয়াডর্ অলিভিয়ের জিরু, যিনি কোনো গোল না করেই জিতেছেন শিরোপা। চেলসির ফরাসি স্ট্রাইকার ক্লাব ফুটবলেও ভুগেছেন গোলখরায়। ৭৯৪ মিনিট গোলহীন থাকার অবশেষে জালের ঠিকানা খুঁজে পেয়েছেন তিনি। বৃহস্পতিবার তার একমাত্র গোলেই বাতে বরিসভকে ১-০ গোলে হারিয়ে ইউরোপা লিগের নকআউট পবের্ জায়গা করে নিয়েছে চেলসি। একই রাতে ঘরের মাঠে স্পোটিং সিপির সঙ্গে গোলশূন্য ড্র করেও নকআউটে খেলা নিশ্চিত করেছে আরেক ইংলিশ ক্লাব আসের্নাল। বাতের বিপক্ষে কিভাবে গোল করতে হয়, তা জানা ছিল জিরুর। গত মৌসুমে বেলারুশের ক্লাবটির বিপক্ষে ইউরোপা লিগে দুইবারের দেখাতেই গোল করেছিলেন তিনি। এদিন ‘এল’ গ্রæপের ম্যাচের ৫৩ মিনিটে এমারসন পালমিয়েরির ক্রসে হেড করে জালে বল পাঠান জিরু। তাতেই জয় নিশ্চিত হয় চেলসির। এই জয়ে এই মৌসুমে ইংলিশ ক্লাবটি ১৭ ম্যাচ অপরাজিত থাকল। ‘এল’ গ্রæপে ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীষের্ বøুজরা। হাঙ্গেরির ভিদি ১-০ গোলে পাওককে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। পঁুচকে দলগুলোর বিপক্ষে এভাবে টেনেটুনে পাওয়া জয়ে মোটেও খুশি নন চেলসি কোচ মাওরিসিও সারি, ‘আমরা মোটেও ভালো খেলিনি। প্রথমাধের্ খেলতেই পারিনি। যেভাবে খেলেছি সেটা ধীরগতির। এভাবে খেললে ভবিষ্যতে ভালোকিছু দেখছি না। এমনকি শেষ ১৫ মিনিটে প্রতিপক্ষের আমাদের চেয়ে অনেক এগিয়ে ছিল। তবে এদিন জিরুর খেলা আমার ভালো লেগেছে। সবচেয়ে বড় ব্যাপার হলো তার গোলে ফেরা। একজন ফরোয়াডের্ক অবশ্যই গোল করতে হবে। গোল করার পর আত্মবিশ্বাস বেড়ে যাওয়াটাই স্বাভাবিক।’ চেলসি তবুও কোনোরকমে জয় পেয়েছে, উনাই এমেরির আসের্নাল সেটাও পায়নি। তাও আবার ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে। এভাবে হেঁাচট খাওয়ার পরও অবশ্য বেশি ক্ষতি হয়নি দলটির। গ্রæপসেরা হয়েই নকআউটে যাওয়ার রাস্তাটা আগেই পরিষ্কার করা ছিল তাদের। স্পোটির্ংয়ের সঙ্গে ড্রয়ের পরও ১০ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রæপে শীষের্ তারা। এরই মধ্যে ড্যানি ওয়েলবেকের চোট দুশ্চিন্তা হয়ে এসেছে গানার শিবিরে। কোচ এমেরি জানিয়েছেন, ‘ওয়েলবেক এখন হাসপাতালে। আমরা খবরের অপেক্ষায় আছি। চোটটা মারাত্মক বলেই মনে করছি আমরা। গোড়ালিতে হয়তো কিছু একটা ভেঙেছে।’ এদিকে অ্যাপোলনকে ৩-২ গোলে হারিয়ে ‘এইচ’ গ্রæপের গÐি টপকে গেছে ফ্রাঙ্কফুটর্। গতবারের ফাইনালিস্ট অলিম্পিক মাশের্ইকে ২-১ গোলে হারিয়ে নকআউটে উঠেছে লাৎসিও। শেষের নাটকীয়তায় সেভিয়াও পেয়েছে ৩-২ গোলের জয়।