সংবাদ সংক্ষপে

প্রকাশ | ১০ নভেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
আজেির্ন্টনা ম্যাচের দল ঘোষণা মেক্সিকোর ক্রীড়া ডেস্ক চলতি মাসেই লিওনেল মেসিবিহীন আজেির্ন্টনার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে মেক্সিকো। এ দুটি ম্যাচকে সামনে রেখে দল ঘোষণা করেছে তারা। বিশ্বকাপের পর প্রথমবার দলে ডাক পেয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার মিগুয়েল লাইয়ুন। আগামী ১৬ ও ২০ নভেম্বর দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে মেক্সিকো। রাশিয়া বিশ্বকাপে খেলা অনেককেই এই দুটি ম্যাচের দলে ডাকা হবে, এমনটাই শোনা যাচ্ছিল। কিন্তু তেমন কিছু হয়নি। কেবল লাইয়ুনকে ফেরানো হয়েছে। এবারও জায়গা হয়নি ওয়েস্টহাম ইউনাইটেড ফরোয়াডর্ হাভিয়ের হানাের্ন্দজ এবং পোতোর্র উইঙ্গার জেসুস কোরোনার। দল: গোলরক্ষকÑ জেসুস কোরোনা, হুগো গঞ্জালেস, গিলেরমো ওচোয়া। ডিফেন্ডার: এডসন আলভারেস, জেসুস আনগুলো, জেরাদোর্ আরতেগা, নেস্তর আরাউজো, ডিয়েগো রেয়েস, মিগুয়েল লাইয়ুন। মিডফিল্ডার: জেসস গায়াদোর্, লুইস রদ্রিগেস, হাভিয়ের গুয়েমেস, এরিক আগুয়েরো, ভিক্টর গুসমান, জেসুস দুয়েনাস, ইসাক ব্রিজুয়েলা, এরিক গুতিয়েরেস, হাভিয়ের আকুইনো, রবাতোর্ আলভারাদো, মাকোর্ ফাবিয়ান, আরভিং লোসানো। ফরোয়াডর্: হেনরি মাটির্ন, আলান পুলিদো, অ্যাঞ্জেল জালডিভার ও রাউল জিমেনেস। পতুর্গাল দলে নেই রোনালদো ক্রীড়া ডেস্ক লিওনেল মেসির মতো লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন সময়ের আরেক সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। রাশিয়া বিশ্বকাপের পর থেকেই পতুর্গালের হয়ে মাঠে নামেননি তিনি। মাঠে নামবেন না চলতি মাসে উয়েফা নেশন্স লিগে ইতালি আর পোল্যান্ডের বিপক্ষে ম্যাচেও। পঁাচবারের বষের্সরা তারকাকে বাদ দিয়েই এই দুই ম্যাচের দল গড়েছেন পতুর্গালের কোচ ফানাের্ন্দা সান্তোস। আগামী ১৭ নভেম্বর ইতালির বিপক্ষে খেলবে পতুর্গাল। এর তিনদিন পর ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ পোল্যান্ড। এই দুই ম্যাচে দলে ফিরেছেন দুই ডিফেন্ডার জোসে ফন্তে আর রাফায়েল গেরেইরো এবং দুই মিডফিল্ডার আন্দ্রে গোমেস আর জোয়াও মারিও। শেষ টি২০তে নেই বুমরাহ-কুলদীপ ক্রীড়া ডেস্ক প্রথম দুটিতে জিতে তিন ম্যাচের টি২০ সিরিজ ইতোমধ্যেই নিজেদের করে নিয়েছে ভারত। রোববার সিরিজের শেষ টি২০তে স্বাগতিকরা মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করার প্রয়াসে। তবে ওই ম্যাচে জাসপ্রিত বুমারাহ, কুলদীপ যাদব আর উমেশ যাদবের মতো সেরা বোলারদের বিশ্রাম দিচ্ছে টিম ইন্ডিয়া। ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ শেষে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত। ওই সফরকে মাথায় রেখে দলের বোলারদের শারীরিক অবস্থা বিবেচনায় বিশ্রামের এই সিদ্ধান্ত। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুটি ওয়ানডেতে বিশ্রাম দেয়া হয়েছিল বুমরাহকে। তবে দলের হয়ে শেষ তিনটি ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। দল : রোহিত শমার্ (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, দিনেশ কাতির্ক, মানিশ পান্ডে, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ত, ক্রুনাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, শাহবাজ নাদিম ও সিদ্ধাথর্ কৌল।