ভারতে অপরাজিত থেকেই ফাইনালে যুবারা

প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০২১, ০০:০০

ক্রীড়া ডেস্ক
টানা তিন জয়ে আগেই ফাইনাল নিশ্চিত হয়ে গিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। বৃষ্টির বাগড়ায় প্রাথমিক পর্বে তাদের শেষ ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় অপরাজিত থেকেই শিরোপার লড়াইয়ে নামবে টাইগার যুবারা। শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে সারাদিনই হয়েছে বৃষ্টি। তিন দলীয় টুর্নামেন্টে ভারত অনূর্ধ্ব-১৯ 'বি' দলের বিপক্ষে বাংলাদেশ যুবাদের ম্যাচটিতে তাই সম্ভব হয়নি টস করাও। প্রথম তিনটি ম্যাচ জিতে ১২ পয়েন্ট নিয়ে শিরোপার লড়াইয়ে আগেই জায়গা করে নেয় বাংলাদেশ। চার ম্যাচ শেষে ১৪ পয়েন্ট নিয়ে এখন টেবিলে সবার শীর্ষে তারাই। বৃষ্টি বাধা অবশ্য আশীর্বাদ হয়েই এসেছে ভারত অনূর্ধ্ব-১৯ 'বি' দলের জন্য। তিন ম্যাচের একটি জেতা দলটি মোট ৬ পয়েন্ট নিয়ে টেবিলে দুই নম্বরে আছে। ফাইনালে বাংলাদেশের বিপক্ষে লড়বে তারাই। ভারত অনূর্ধ্ব-১৯ 'এ' দল এখনো জেতেনি একটি ম্যাচও। তাই তারা ছিটকে গেছে শিরোপার লড়াই থেকে। ভারত অনূর্ধ্ব-১৯ 'বি' দলের বিপক্ষে শেষ ম্যাচে জিতলেও ফাইনালে উঠতে পারবে না ভারত অনূর্ধ্ব-১৯ 'এ'। মঙ্গলবার ফাইনালে ভারত অনূর্ধ্ব-১৯ 'বি' দলের মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা।