বৃষ্টিতে ভেসে গেল ঢাকা টেস্টের তৃতীয় দিন

প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০২১, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
বৃষ্টির জলে ভেসে গেল বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার ঢাকা টেস্টের তৃতীয় দিন। একটি বলও মাঠে গড়ায়নি। সারারাত ও দিনের শুরু থেকে টানা বৃষ্টি হওয়ায় দুপুর পর্যন্ত অপেক্ষা করার পর আনুষ্ঠানিক ঘোষণা আসে তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত হওয়ার বিষয়ে। দুই দলের কোনো খেলোয়াড় মাঠে আসেননি। তারাও অপেক্ষা করছিলেন বৃষ্টি বন্ধের। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব পড়েছে মিরপুর টেস্টে। অসময়ের বৃষ্টি ম্যাচের ভাগ্য নির্ধারণে রাখছে বড় ভূমিকা। সিরিজের দ্বিতীয় টেস্টে তাতে ড্রয়ে পরিসমাপ্তির সম্ভাবনাও বাড়ছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথম দিন টস জিতে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। ৫৭ ওভার ব্যাট করে ২ উইকেটে ১৬১ রান তুলে প্রথম দিন শেষ করেছিল পাকিস্তান। আলো স্বল্পতার কারণে টেস্টের প্রথম দিন ৩৩ ওভার খেলা হয়নি। আলো স্বল্পতা ও বৃষ্টির কারণে টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশন ভেস্তে যায়। তবে দ্বিতীয় সেশনে খেলা শুরু হয়। ৬ দশমিক ২ ওভার খেলার হওয়ার পর আবারও বৃষ্টিতে বন্ধ হয় খেলা। পরবর্তীতে বৃষ্টি না কমলে, দিনের খেলার ইতি টানেন আম্পায়ার ও ম্যাচ রেফারিরা। এতে ৬৩ দশমিক ২ ওভারে ২ উইকেটে ১৮৮ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছিল পাকিস্তান। আজহার আলি ৫২ ও অধিনায়ক বাবর আজম ৭১ রানে অপরাজিত ছিলেন। তিন দিন মিলিয়ে খেলা হয়েছে মাত্র ৬৩.২ ওভার। পাকিস্তানের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১৮৮। বাবর ৭১ ও আজহার ৫২ রানে অপরাজিত আছেন। আবহাওয়া ভালো হলে মঙ্গলবার ম্যাচের চতুর্থ দিন খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টায়। খেলা হবে ৯৮ ওভারে। চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্ট ৮ উইকেটে জিতেছিল পাকিস্তান।