একমাত্র ক্রিকেটার হিসেবে কোহলির তিন '৫০'

প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০২১, ০০:০০

ম ক্রীড়া ডেস্ক
দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে নিউজিল্যান্ডকে ৩৭২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। এর মাধ্যমে ইতিহাসের একমাত্র ক্রিকেটার হিসেবে অনবদ্য এক রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফরম্যাট তথা টেস্ট ক্রিকেটে এ নিয়ে ৫০টি ম্যাচ জেতা হয়ে গেল বিরাট কোহলির। তিনিই বিশ্বের একমাত্র ক্রিকেটার, যিনি সবধরনের ফরম্যাটেই ৫০টি ম্যাচ জিতেছেন। এখন পর্যন্ত ৯৭টি টেস্ট ম্যাচ খেলেছেন কোহলি। একদিনের ক্রিকেটে কোহলি ২৫৪টি ম্যাচ খেলে ১৫৩টি ম্যাচ জিতেছেন। এছাড়া টি২০ ফরম্যাটে ৯৫টি ম্যাচ খেলে ৫৯টি ম্যাচ জিতেছেন তিনি। কোহলির এমন কীর্তির জন্য তাকে অভিনন্দন জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। টুইট করে সংস্থাটি লিখেছে, 'অভিনন্দন বিরাট কোহলি। প্রথম ক্রিকেটার হিসেবে সবধরনের ক্রিকেটে ৫০টি ম্যাচ জয়।'