বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইডেনে সৌরভের সান্নিধ্যে উচ্ছ্বসিত প্রান্তিক

ম ক্রীড়া প্রতিবেদক
  ০৯ ডিসেম্বর ২০২১, ০০:০০

ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে খেলার স্বপ্ন যে কোনো ক্রিকেটারই লালন করেন। অনেকের ভাগ্যে সেই সুযোগ আসে, অনেকের পূরণ হয় না। আর যদি সেখানেই খেলে 'প্রিন্স অব কলকাতার' সান্নিধ্য পাওয়া যায় তাহলে তো কথাই নেই! একেবারে সোনায় সোহাগা। বাংলাদেশের যুব ক্রিকেটার প্রান্তিক নওরোজ নাবিল মঙ্গলবার তেমনই একটি দিনের দেখা পেলেন।  

কলকাতায় তিন দলের প্রতিযোগিতায় ভারতের অনূর্ধ্ব-১৯ বি দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের যুবারা। দলকে চ্যাম্পিয়ন করাতে বড় ভূমিকা ছিল প্রান্তিকের। ৪ ম্যাচে ৫৬.৫০ গড়ে করেছেন ২২৬ রান। হাঁকিয়েছেন একটি দারুণ শতকও। তাতে সিরিজসেরার পুরস্কারটা উঠেছে তার হাতে। সেই পুরস্কার গ্রহণ করেছেন বিসিসিআইর প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির হাত থেকে। ইডেনে গাঙ্গুলির সান্নিধ্যে উচ্ছ্বসিত প্রান্তিক। মুঠোফোনে ছোট্ট আলাপনে সেই কথা শুনিয়েছেন যুবা ক্রিকেটার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে