সিরিজ জিততে মুখিয়ে মাসাকাদজারা

অধিনায়ক হিসেবে আমি সিরিজ জিততে ভালোবাসি এবং অবশ্যই সিরিজ জিততে চাই। আমরা জানি সিরিজ জিততে হলে আমাদের ম্যাচটিও জিততে হবে। তাই দল হিসেবে আমরা আবারও শীষের্ থাকতে চাই

প্রকাশ | ১১ নভেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
সুদীঘর্ ১৭ বছর পর বিদেশের মাটিতে টেস্ট জিতেছে জিম্বাবুয়ে। সিলেটে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে ১৫১ রানের দাপুটে জয়ের পর স্বাভাবিকভাবেই ফুরফুরে মেজাজে পুরো জিম্বাবুয়ে শিবির। বিদেশের মাটিতে এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে চায় দলটি। টেস্ট সিরিজ জিততে এ মুহ‚তের্ দারুণ ক্ষুধাতর্ সফরকারী দলের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। মিরপুরে দ্বিতীয় টেস্ট সামনে রেখে ম্যাচপূবর্ সংবাদ সম্মেলনে বেশ উৎফুল্লই দেখা গেল তাকে। জানালেন, বাংলাদেশকে হারিয়ে তৃতীয়বারের মতো সিরিজ জয়ের উৎসবও করতে চান তারা। ঢাকা ও চট্টগ্রামে তিন ম্যাচ সিরিজের ওয়ানডেতে ধবলধোলাই হয়েছে জিম্বাবুয়ে। কিন্তু প্রথম টেস্টে জয় পাওয়ায় এখন আর এই ফরম্যাটে ধবলধোলাইয়ের শঙ্কা একবারেই নেই। উল্টো ভীতিটি দিক বদলে এখন অবস্থান করছে বাংলাদেশ শিবিরে। স্টিভ রোডসের দল তাই এখন বেশ চাপের মুখেই রয়েছে। সেই সুযোগটিই দ্বিতীয় টেস্টে শতভাগ কাজে লাগাতে চাইছে জিম্বাবুয়ে। মাসাকাদজার কথায় এটা পরিষ্কার যে ঢাকা টেস্টটিও জিম্বাবুয়ে দল নিজেদের করে নিতে মুখিয়ে আছে। তিনি বলেছেন, ‘অধিনায়ক হিসেবে আমি সিরিজ জিততে ভালোবাসি এবং অবশ্যই সিরিজ জিততে চাই। আমরা জানি সিরিজ জিততে হলে আমাদের ম্যাচটিও জিততে হবে। তাই দল হিসেবে আমরা আবারও শীষের্ থাকতে চাই।’ সফরকারী দলের অধিনায়কের ক্ষুধাতর্ হওয়ার পেছনে কারণ রয়েছে। প্রথম টেস্টে দাপুটে জয়ই তাদের এই সম্ভাবনা জাগিয়ে তুলেছে, ‘অবশ্যই আমরা আত্মবিশ্বাসী। আমাদের প্রথম টেস্টের পারফরম্যান্সই এই আত্মবিশ্বাস দিচ্ছে। এটা দলের জন্য সবসময়ই ভালো। আমরা জানি ওরা কিছুটা চাপে থাকবে। এমতাবস্থায় আমরা আত্মবিশ্বাসী। টেস্টে ম্যাচে ভালো কিছু করতে হলে ২০ উইকেট নিতে হবে।’ এমনিতেই মিরপুরের উইকেট দেখে বোঝার উপায় থাকে না কেমন আচরণ করবে। সবাই এক বাক্যে স্বীকার করে নেন, এখানকার উইকেট আনপ্রেডিক্টেবল। দ্বিতীয় টেস্টের উইকেট নিয়ে কিছুটা ধাঁধায় আছেন জিম্বাবুয়ে দলের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজাও। মিরপুরের অদ্ভুত প্রকৃতির উইকেট নিয়েও। অসংখ্য ম্যাচ ও সিরিজ খেলায় হোম অব ক্রিকেটের উইকেট সম্পকের্ সম্যক অবগত এই রোডেশিয়ান। এতদিনে ভালো করেই এর চরিত্র সম্পকের্ জেনে গেছেন। বললেনও নিজের অভিজ্ঞতার আলোকে, ‘মিরপুরের উইকেট সবসময়ই কিছুটা অদ্ভুত। আপনি জানেন না কখন কেমন আচরণ করবে। আমরা জানি এখানে সবসময়ই সংগ্রাম করতে হয়। দ্বিতীয় টেস্টের উইকেট দেখে শুকনো মনে হচ্ছে। অনেকটাই প্রথম ওয়ানডের উইকেটের মতো।’ দ্বিতীয় টেস্টের দলে কোনো পরিবতর্ন আসছে কি না জানতে চাইলে মাসাকাদজা বলেন, ‘প্রথম টেস্টের উইনিংস কম্বিনেশনটাই ধরে রাখা হবে। এক্ষেত্রে নতুন হিসেবে থাকছেন ক্রেগ আরভিন।’ সিলেট টেস্টে ব্রেন্ডন মাভুতার পারফরমেন্সে সন্তুষ্ট মাসাকাদজা। গ্রায়েম ক্রিমারের পরিবতের্ খেলা লেগ স্পিনার মাভুতা এই টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪টি উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিংয়ে ধস নামান। এছাড়া পিটার মুর, শন উইলিয়ামসের কৃতিত্বকেও বড় করে দেখছেন জিম্বাবুয়ে অধিনায়ক। ইনজুরির কারণে খেলতে পারছেন না সাকিব আল হাসান ও তামিম ইকবাল। এছাড়া প্রথম টেস্টে মাঠে নামানো হয়নি পেসার মুস্তাফিজুর রহমানকে। বাংলাদেশ দলের এই শূন্যতাকে কাজে লাগিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দল।