ভারতকে হারানোর আশায় সাবিনারা

প্রকাশ | ১১ নভেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
ওমেন্স অলিম্পিক ফুটবল টুনাের্মন্ট ২০২০ এশিয়ান বাছাই প্রথম রাউন্ডে আজ আরেকটি ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দল। ইয়াঙ্গুনের থুয়ুন্না স্টেডিয়ামে দুপুর আড়াইটায় আজ বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিধর ভারত। যাদের বিপক্ষে জাতীয় পযাের্য় কোনো জয়ের রেকডর্ নেই মেয়েদের। তবুও ভারতের বিপক্ষে জয়ের প্রত্যাশা বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটনের। হেড টু হেডে বাংলাদেশ থেকে প্রায় শতভাগ এগিয়ে ভারত। সাতবারের দেখায় ছয়টিতেই জিতেছে তারা। বাংলাদেশের সাফল্য বলতে একটি ম্যাচে ড্র। বাংলাদেশের ৩ গোলের বিপরীতে ভারতের গোলসংখ্যা ২৯। এ থেকেই বোঝা যায় ভারত কতটা শক্তিধর। তবে বয়সভিত্তিক আসরে কিন্তু চিত্রটা ভিন্ন। যেখানে ভারতকে প্রায়ই হারিয়ে থাকে গোলাম রব্বানী ছোটনের শিষ্যারা। এটা এখন মোটামুটি স্পষ্ট হয়ে গেছে, সাফ এবং এএফসির বয়সভিত্তিক ফুটবলের অনূধ্বর্-১৪ থেকে অনূধ্বর্-১৬ লেভেলে খুবই ভালো খেলে বাংলাদেশের মহিলা ফুটবলাররা। এর প্রমাণ এ পযর্ন্তÍ মহিলা দল যে সাতটি সাফল্য পেয়েছে, সেগুলো হচ্ছে অনূধ্বর্-১৪, ১৫ এবং ১৬ পযাের্য়। কিন্তু সমস্যা হচ্ছে অনূধ্বর্-১৭, ১৮, ১৯ এবং সিনিয়র লেভেলে গিয়ে। এই আসরগুলোতে কাক্সিক্ষত সাফল্য লাভ করতে ব্যথর্ হচ্ছে লাল-সবুজরা। আজকের ম্যাচ প্রসঙ্গে কোচ গোলাম রব্বানী ছোটন বলেছেন, ‘ভারত অভিজ্ঞ দল। তাদের দলে অনেক সিনিয়র ফুটবলার আছে। আমাদের মেয়েরাও অভিজ্ঞতা অজর্ন করছে এবং সাফ অঞ্চলে আমরা অনেক ম্যাচ খেলেছি। ভারতের বিপক্ষে আমাদের মেয়েরা নিজেদের সেরাটা দিতে প্রস্তুত আছে। এবং আমরা জয়ের লক্ষ্যেই খেলতে নামব। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’ দলের অন্যতম ফুটবলার অঁাখি খাতুন বলেছেন, ‘আশা করছি আগামীকাল (আজ) একটা প্রতিদ্ব›িদ্বতাপূণর্ ম্যাচ হবে। ভারত শক্তিধর দল এবং তাদের দলে কিছু সিনিয়র ফুটবলারও রয়েছে। তবে আমাদের দলের খেলোয়াড়দেরও আন্তজাির্তক ফুটবল ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। আমরা নিজেদের সবোর্চ্চ দিয়ে দেশের জন্য ম্যাচটা জিততে চাই।’ তাজিকিস্তানে গিয়ে কদিন আগেই বাংলাদেশ অনূধ্বর্-১৯ জাতীয় নারী দল খেলে এসেছে এএফসি অনূধ্বর্-১৯ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপবের্। তবে কাক্সিক্ষত ফল লাভে ব্যথর্ হয় তারা। গ্রæপ রানাসর্আপ হতে পারেনি। হয় তৃতীয়। যেতে পারেনি দ্বিতীয় রাউন্ডে। মূলত সেই দলটিই এবার সিনিয়র দল হয়ে খেলতে গেছে প্রতিবেশী দেশ মিয়ানমারে। সেখানে গিয়ে প্রথম ম্যাচেই মিয়ানমারের কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছে। দ্বিতীয় পবের্ খেলার স্বপ্ন সত্য করতে হলে বাংলাদেশকে অন্তত রানাসর্আপ হতে হবে। তৃতীয় হলেও অপেক্ষায় থাকতে হবে। কারণ, চার গ্রæপ চ্যাম্পিয়ন ও রানাসর্আপদের সঙ্গে দুটি সেরা তৃতীয় দল উঠবে দ্বিতীয় রাউন্ডে। রানাসর্আপ হতে হলে বাংলাদেশকে ভারত ও নেপালের বিপক্ষে কিছু করে দেখাতে হবে।