হারে শুরু সালমাদের টি২০ বিশ্বকাপ

প্রকাশ | ১১ নভেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
নারী টি২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬০ রানে হেরে গেছে বাংলাদেশের মেয়েরা। গায়ানায় শনিবার ভোর ৬টায় শুরু হওয়া ম্যাচে বাংলাদেশ টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। জাহানারা আলম এবং রুমানা আহমেদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ১০৬ রানে আটকে রাখে সালমা খাতুনের দল। কিন্তু ১০৭ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ব্যাটিং ব্যথর্তায় ১৪.৪ ওভারে ৪৬ রানে গুটিয়ে যান তারা। র‌্যাংকিংয়ে এক দলের অবস্থান চারে। আরেক দল ৯ নম্বরে। প্রথম দলটি ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয়টি বাংলাদেশ। অবস্থানের এই হিসাব-নিকাশে নারী টি২০ বিশ্বকাপের স্বাগতিক দেশটি নিজেদের অবস্থানের পরিচয় দিয়েছে। কিন্তু বাংলাদেশ পারেনি ভারত, শ্রীলংকা, পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ জেতার আত্মবিশ্বাসটাকে কাজে লাগাতে। উল্টো মাত্র ৪৬ রানে অলআউট হয়ে লজ্জার রেকডর্ গড়েছে তারা। লজ্জার এই রেকডর্টা আগেও বাংলাদেশের দখলেই ছিল। ২০১৪ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ৫৮ রান করেছিল টাইগ্রেসরা। শুরুতে বোলিংটা কিন্তু ভালোই করেছে বাংলাদেশ নারী দল। দারুণ বল করেছেন পেসার জাহানারা (৪-০-২৩-৩)। রোমানার বোলিংও ছিল দারুন (৪-০-১৬-২)। ব্যাটিং পাওয়ার প্লে’র ৬ ওভারে ওয়েস্ট ইন্ডিজকে ২৩ রানের বেশি নিতে দেননি তারা। এরপরও স্টেফানো টেলরের ২৯, ¯øগে কাইচা নাইটের ২৪ বলে ৩২ রানের ইনিংসে তিন অঙ্কের নাগাল পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ (১০৬/৮)। ১০৭ রানের লক্ষ্যটা টাইগ্রেসদের জন্য কঠিন ছিল না। অথচ নিজেরাই নিজেদের কাজটা কঠিন করে ফেলেছে ব্যাটাররা। ১৯ রান তুলতেই ৩ উইকেট হারায় বাংলাদেশ। বোলিংয়ে পেসার দেন্দ্রা দতিনকে এনেই বাংলাদেশ নারী দলকে হতভম্ব করেছে ক্যারিবীয়রা। তার এক স্পেলেই (৩.৪-১-৫-৫) সবর্স্বান্ত হয়েছে বাংলাদেশ। পেসের সঙ্গে বাউন্স, সুইংয়ে গায়ানায় উৎসব করেছেন এই পেস বোলার। বাংলাদেশ নারী দলের কেউ দুই অঙ্কে পেঁৗছাতে পারেননি। সবোর্চ্চ ৮ রান এসেছে ফরজানার ব্যাট থেকে। বাংলাদেশ নারী দলের পুরো ইনিংসে বাউন্ডারি মাত্র ৩টি।