সংবাদ সংক্ষপে

প্রকাশ | ১২ নভেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
ভারতের কাছেও বড় হার সাবিনাদের ক্রীড়া প্রতিবেদক এশিয়ান অঞ্চলের অলিম্পিক বাছাইয়ে দ্বিতীয় ম্যাচেও বড় হারে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশের মেয়েরা। রোববার ভারতের কাছে ৭-১ গোলে হেরেছে গোলাম রব্বানী ছোটনের দল। মিয়ানমারের ইয়াংগুনের থুউন্না স্টেডিয়ামে ‘সি’ গ্রæপের ম্যাচে প্রথমাধের্ই বাংলাদেশ ৩-০ গোলে পিছিয়ে পড়ে। বিরতির পর আরও চার গোল হজম করে ছোটনের শিষ্যরা। বিজয়ী দলের হয়ে বালা দেবী একাই করেন চার গোল। এছাড়া কমলা দেবী দুটি ও সানজু যাদব একটি গোল করেন। বাংলাদেশের পক্ষে কৃষ্ণা রানী সরকার ৮২ মিনিটে একটি গোল শোধ করেন। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক মিয়ানমারের কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশের মেয়েরা। ১৩ নভেম্বর বাংলাদেশ শেষ ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে। পাকিস্তানে খেলতে আগ্রহী নন স্মিথ ক্রীড়া ডেস্ক আগামী বছর পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলবেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ। কিন্তু তাকে পাওয়া যাবে শুধু আরব আমিরাত পবের্। পাকিস্তানের মাটিতে কোনোভাবেই খেলতে রাজি নন স্মিথ। এ শতের্ই দেশটির ফ্র্যাঞ্চাইজি লিগে নাম লিখিয়েছেন তিনি। শুধু স্মিথ নন, এবি ডি ভিলিয়াসর্, ব্রেন্ডন ম্যাককালাম, ক্রিস লিনরাও পাকিস্তানে খেলতে যাওয়ার বিষয়ে জোর আপত্তি জানিয়েছেন। বল টেম্পারিংয়ের দায়ে এক বছর আন্তজাির্তক ও অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট থেকে নিবাির্সত হলেও বিশ্বের বিভিন্ন প্রান্তে টি২০ লিগ খেলতে আপত্তি নেই স্মিথের। তার নিবার্সন উঠে যাওয়ার কথা আগামী বছর বিশ্বকাপের ঠিক আগে। জাতীয় দল থেকে দূরে থাকায় পিএসএল খেলার সময় পাবেন স্মিথ। তাই নিজেকে ঝালিয়ে নেয়ার এই সুযোগ ছাড়তে চাইছেন না তিনি। পিএসএলের নিলামে এবার ভারত ছাড়া টেস্ট খেলুড়ে সব দেশের ক্রিকেটাররা অংশ নেবেন। এদিকে কিছু অ্যাসোসিয়েট দেশের ক্রিকেটাররাও নিলামে নিজেদের নাম তুলেছেন। এই অবস্থায় পাকিস্তান ক্রিকেট বোডর্ (পিসিবি) বিদেশি ক্রিকেটার নিবার্চনের ক্ষেত্রে পাকিস্তানে না খেলার শতের্র দায় চাপিয়েছে ফ্রাঞ্চাইজিগুলোর ওপর। আগামী ২০ নভেম্বর ইসলামাবাদে অনুষ্ঠিত হবে পিএসএলের নিলাম। যেখানে অংশ নেবেন ৩১১ জন পাকিস্তানি ও ৩৭১ জন বিদেশি ক্রিকেটার। ডেম্বেলেকে নিয়ে বিরক্ত বাসার্ ক্রীড়া ডেস্ক বাসেের্লানায় একের পর এক বিতকির্ত কাÐ করে যাচ্ছেন উসমানে ডেম্বেলে। বৃহস্পতিবার গ্যাস্ট্রিকের সমস্যায় অনুশীলনে ছিলেন না। কিন্তু যথাসময়ে সেটা কাউকে জানানোর প্রয়োজন মনে করেননি তিনি। সবমিলিয়ে তাকে নিয়ে বিরক্ত বাসার্। এর আগেও ডেম্বেলে এমন কাজ করেছেন। অনুশীলনে আসতে প্রায়ই দেরি করেন। ক্লাব থেকে এতদিন কিছু বলা হয়নি। কিন্তু মাকার্ জানাচ্ছে, তাকে ঘিরে কমর্কতাের্দর বিরক্তির পরিমাণ ধীরে ধীরে বাড়ছে। বৃহস্পতিবারের অনুশীলন শুরু হলে ডেম্বেলেকে খেঁাজ করা হয়। কিন্তু ফোনেও তাকে পাওয়া যায়নি। প্রায় দেড় ঘণ্টা পর ক্লাবকে তিনি অসুস্থতার কথা জানান। শনিবার ২১ বছর বয়সী এই প্রতিভাবান ফুটবলারকে নিদির্ষ্ট কিছু কাজ দেন কোচ আনেের্স্তা ভালভাদের্। তিনি সেগুলোও করেননি! ২০১৭ সালে বাসার্য় পা রাখেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই ফুটবলার। তখন থেকে প্রায়ই নাকি অনুশীলনে ফঁাকি দেন। ক্লাবের বরাত দিয়ে স্প্যানিশ গণমাধ্যম জানাচ্ছে, বাসার্র জীবনের সঙ্গে এখনো মানিয়ে নিতে পারেননি ডেম্বেলে। একজন পেশাদার ফুটবলারের যেমন জীবন-যাপন কেমন করা উচিত, সেটির ধারে কাছেও নেই তিনি। ঠিকমতো ডায়েট রুটিন পযর্ন্ত অনুসরণ করছেন না!