স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন চাতারা

প্রকাশ | ১৩ নভেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
মিরপুর টেস্টের প্রথম দিনটা দারুণ শুরু করেছিলেন জিম্বাবুয়ের বোলাররা। পেসারদের আগুন ঝরানো গতিতে প্রথম ঘণ্টায় তিন উইকেট হারায় বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় দিন সকালের উইকেট বোলিং সহায়ক হলেও শুরুতেই ধাক্কা খায় সফরকারীরা। ঊরুর পেশিতে চোট পান পেসার তেন্দাই চাতারা। পরে আহত অবস্থাতেই স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে। জানা গেছে, ওই চোট মিরপুর টেস্টে দশর্ক বানিয়ে দিয়েছে চাতারাকে। দ্বিতীয় ইনিংসে আর বল করতে পারবেন না তিনি। তবে জিম্বাবুয়ের ঘাড়ে ৫২২ রানের যে পাহাড় চাপিয়ে দিয়েছে বাংলাদেশ, তাতে এই টেস্টে দ্বিতীয়বার জিম্বাবুয়ের বোলারদের বল হাতে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। ঘটনাটি ঘটে দ্বিতীয় দিনের দশম ওভারে। ওই ওভারের তিন নম্বর বল করতে দৌড় শুরু করেন চাতারা। কিন্তু বল ডেলিভারি করার ঠিক আগ মুহূতের্ ঊরুর পেশিতে চোট পান তিনি। পরে কিছুটা সময় খুঁড়িয়ে চলার পর মাটিতে বসে পড়েন চাতারা। এরপর দলের ফিজিও এসে কিছুক্ষণ প্রাথমিক চিকিৎসা দেন। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। এ সময় কোনো উন্নতি না হওয়ায় স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় ২৮ বছর বয়সী এই পেস বোলারকে। পরে ওই ওভারের বাকি চার বল করেন ডোনাল্ড তিরিপানো। প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও যেভাবে দাপট দেখিয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানরা, তাতে নিয়ন্ত্রিত বোলিং করে যাওয়া চাতারার অভাব বেশ ভালোই টের পেয়েছে জিম্বাবুয়ে। আরেক পেসার কাইল জাভির্স ৫ উইকেট নেয়ায় আক্ষেপটা হয়তো আরও বেড়েছে অতিথি শিবিরে।