সংবাদ সংক্ষপে

প্রকাশ | ১৩ নভেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
টি২০তে ধবলধোলাই ওয়েস্ট ইন্ডিজ ক্রীড়া ডেস্ক শিখর ধাওয়ান ও ঋষভ পান্তের ব্যাটিংয়ে সহজ জয়ের পথে ছিল ভারত। কিন্তু শেষ দুই ওভারে তাদের দুইজনকে আউট করে শেষ টি২০ ম্যাচে উত্তেজনা ফেরায় ওয়েস্ট ইন্ডিজ। এরপরও রোববার রাতে ধবলধোলাই এড়াতে পারেনি ক্যারিবীয়রা। শেষ বলে এক রান নিয়ে ৬ উইকেটের রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে ভারত, তিন ম্যাচের সিরিজটাও ৩-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। আগে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৩ উইকেটে ১৮১ রান করে। চেন্নাইয়ে এদিন ভারতের বোলিং আক্রমণে ছিলেন না কুলদীপ যাদব, উমেশ যাদব ও জাসপ্রিত বুমরাহ। স্বাগতিকদের এই শূন্যতার সুযোগে শুরু থেকে মারকুটে ছিল উইন্ডিজ ব্যাটসম্যানরা। প্রথম পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৫১ রান করে তাদের দুই ওপেনার শাই হোপ ও শিমরন হেটমায়ার। যুজবেন্দ্র চাহাল তার টানা দুই ওভারে দুইজনকে ফিরিয়ে রানের গতি কিছুটা কমান। হোপ ২৪ ও হেটমায়ার ২৬ রানে আউট হন। পরে নিকোলাস পুরান (৫৩) ও ড্যারেন ব্রাভোর (৪৩) লড়াইয়ের পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে শিখর ধাওয়ান (৯২) আর ঋষভ পান্তের (৫৮) ব্যাটে ভর করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পেঁৗছে যায় ভারত। ম্যাচসেরা হন ধাওয়ান। মৌসুমের শেষ পযর্ন্ত রিয়ালে সোলারি! ক্রীড়া ডেস্ক হুলেন লোপেতেগিকে ছঁাটাই করার পর অন্তবর্তীর্কালীন কোচ সান্তিয়াগো সোলারির নেতৃত্বে টানা চার ম্যাচে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুমের শেষ পযর্ন্ত রিয়াল কোচের দায়িত্বে সোলারিকেই রাখা হবে বলে জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম। স্প্যানিশ এক টিভি চ্যানেলের রিপোটের্ বলা হয়েছে, চলতি সপ্তাহেই অন্তবর্তীর্কালীন কোচ সোলারিকে স্থায়ী কোচের দায়িত্ব দেয়া হবে। আর মৌসুমের শেষ পযর্ন্ত তিনিই থাকবেন রিয়াল কোচের দায়িত্বে। লা লিগায় রোববার সেল্টা ভিগোকে ৪-২ গোলে হারিয়েছে রিয়াল। এ নিয়ে সোলারির অধীনে সব প্রতিযোগিতা মিলিয়ে চার ম্যাচ খেলে সবকটিতে জিতল মাদ্রিদের ক্লাবটি। আর তাই অন্তবর্তীর্কালীন কোচ সোলারির কাজের প্রশংসা করেছেন রিয়াল মাদ্রিদের পরিচালক এমিলিও বুত্রাগেনো। ইনজুরিতে ছিটকে গেলেন চান্দিমাল ক্রীড়া ডেস্ক ইংল্যান্ডের বিপক্ষে গল টেস্টে খেলতে নেমে কুচকির চোটে পড়েছে দিনেশ চান্দিমাল। আর এই চোটের কারণে ইংলিশদের বিপক্ষে পাল্লেকেলেতে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না লংকান অধিনায়ক। সদ্য পাওয়া এ চোটের কারণে দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে চান্দিমালকে। তাই আগামী ২৩ নভেম্বর শুরু হওয়া কলম্বোতে তৃতীয় টেস্টেও তাকে দলে পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। চান্দিমালের অনুপুস্থিতে পাল্লেকেলে টেস্টে শ্রীলংকা দলকে নেতৃত্ব দেবেন সুরাঙ্গা লাকমাল। এর আগে চান্দিমালের নিষেধাজ্ঞার কারণে বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজেও লংকান দলকে নেতৃত্ব দিয়েছিলেন লাকমাল।