নতুনদের যাচাই করতে চান জেমি

প্রকাশ | ১৪ নভেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
আপাতত কোনো ব্যস্ততা নেই জাতীয় ফুটবল দলের। তারপরও ফেডারেশন কাপের সেমিফাইনালের আগে বিরতির সময়ে অনূধ্বর্-২৩ দলকে নিয়ে সংক্ষিপ্ত ক্যাম্প করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মূলত মাচের্ অনুষ্ঠেয় এএফসি অনূধ্বর্-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইকে সামনে রেখে কোচ জেমি ডের ব্যবস্থাপত্র মেনেই সংক্ষিপ্ত এই ক্যাম্পের আয়োজন, যেটি শুরু হয়েছে সোমবার। পঁাচদিনের এই ক্যাম্পে ডাক পাওয়া নতুন ফুটবলারদের ভালোভাবে যাচাই করে নিতে চান জেমি। আগামী ২২ মাচর্ থেকে ২৬ মাচর্ বাহরাইনে হবে এএফসি অনূধ্বর্-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপবর্। বাছাইয়ে ‘বি’ গ্রæপে বাংলাদেশ খেলবে বাহরাইন, ফিলিস্তিন আর শ্রীলংকার বিপক্ষে। এই টুনাের্মন্টকে সামনে রেখেই জেমির ক্যাম্প। অন্য একটি কারণও আছে। নভেম্বরে ফিফা ফ্রেন্ডলি উইন্ডোতে জাতীয় দলের জন্য ম্যাচ আয়োজন করতে চেয়েছিল বাফুফে, কিন্তু অনেক চেষ্টা চালিয়েও চাওয়াটা পূণর্ করতে পারেনি দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। ফলে নতুন কিছু খেলোয়াড়কে আন্তজাির্তক ম্যাচে বাজিয়ে দেখার সুযোগটা আর পাচ্ছেন না জেমি। তাই সংক্ষিপ্ত ক্যাম্পের মাধ্যমে দুধের স্বাদ ঘোলে মিটিয়ে নেয়ার চেষ্টা তার! মাচের্র আগে আন্তজাির্তক কোনো ম্যাচও পাচ্ছে না জাতীয় ফুটবল দল। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘মাচের্ আমাদের এএফসি অনূধ্বর্-২৩ দলের খেলা রয়েছে। পাশাপাশি মাচর্ মাসে যদি আমাদের সুযোগ হয় আমরা একটা ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চেষ্টা করব। অন্যথায় আমাদের যে অন্য সুযোগগুলো থাকবে সেগুলো নিয়ে আবেদন করব।’ বাফুফের অপারগতায় জাতীয় দল ম্যাচ খেলতে না পারায় হতাশ জেমি, ‘জাতীয় দল ম্যাচ খেলতে না পারায় হতাশ হয়েছি। কিন্তু এটা আমার দায়িত্ব নয়, এ বিষয়ে ফেডারেশন নিশ্চয়ই কাজ করছে। আশা করছি মাচের্ আমরা কয়েকটি ম্যাচ খেলতে পারব।’ প্রতিপক্ষ না পাওয়াতেই নভেম্বরে হয়নি বাংলাদেশের ফিফা ফ্রেন্ডলি ম্যাচগুলো। জাতীয় দলের ম্যাচগুলোকে সামনে রেখে ফেডারেশন কাপের সূচিতেও ফঁাকা রাখা হয়েছিল কয়েকটা দিন। ফ্রেন্ডলি ম্যাচ না হওয়ায় এগিয়ে আনা হয়েছে ফেডারেশন কাপের সেমিফাইনাল আর ফাইনাল ম্যাচ। তবে মাঝের পঁাচদিনে রাখা হয়েছে জাতীয় দলের সংক্ষিপ্ত ক্যাম্প। এই ক্যাম্পের উদ্দেশ্য কি, জানতে চাইলে কোচ জেমি বলেছেন, ‘আমার মনে হয় ক্যাম্পে ডাকা বেশিরভাগ ফুটবলারের সঙ্গেই আমি অলিম্পিক টিম এবং জাতীয় দলে কাজ করেছি। তারা অনুশীলনে বেশ ভালো করছে। এই পঁাচদিনের ক্যাম্পে আমার লক্ষ্য থাকবে দলে যারা নতুন ডাক পেয়েছে তারা ভবিষ্যতে ম্যাচ এবং ক্যাম্পে কেমন করবে সেটি যাচাই করে দেখা।’ ফেডারেশন কাপে মাঠে উপস্থিত থেকে ম্যাচ দেখেছেন কোচ জেমি। যেখানে তার নজর কেড়েছে বেশ কিছু তরুণ ফুটবলার। তাদের নিয়ে কাজ করতে আগ্রহী কোচ। তবে টুনাের্মন্টে স্পষ্ট হয়ে উঠেছে দেশি ফরোয়াডের্দর ব্যথর্তা। প্রতিটি দলের গোল স্কোরারের তালিকায় বিদেশি স্ট্রাইকারদের নামই শীষের্। বিষয়টা নিয়ে চিন্তিত জেমি। তবে আক্রমণভাগ হতাশ করলেও মিডফিল্ড ও রক্ষণে জাতীয় দলের ফুটবলারদের পারফরম্যান্সে খুশি এই ইংলিশ কোচ।