ইংল্যান্ডের কাছেও হার সালমাদের

প্রকাশ | ১৪ নভেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
ইংল্যান্ডের মেয়েদের উচ্ছ¡াস আর টাইগ্রেস ব্যাটারের মাথা নিচু করে প্যাভিলিয়নের পথ ধরার এই ছবিটিই বলে দিচ্ছে নারী টি২০ বিশ্বকাপে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের ফল Ñওয়েবসাইট
ব্যাটিং ব্যথর্তার বৃত্ত ভেঙে কিছুতেই যেন বেরুতে পারছে না টাইগ্রেসরা। যে কারণে নারী টি২০ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও হার দেখতে হয়েছে বাংলাদেশকে। মঙ্গলবার সেন্ট লুসিয়ায় ইংল্যান্ডের বিপক্ষে বৃষ্টি আইনে সালমা খাতুনের দল হেরেছে ৭ উইকেটে। এর আগে প্রথম ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কাছে ৬০ রানে হেরেছিল তারা। ইংলিশ মেয়েরা এদিন টস জিতে বাংলাদেশকে আগে ব্যাট করতে পাঠায়। নিধাির্রত ২০ ওভারে ৯ উইকেটে ৭৬ রান তোলে তারা। সেন্ট লুসিয়ার ব্যাটিংবৈরী উইকেটে রানের জন্য রীতিমতো ধঁুকতে হয়েছে টাইগ্রেসদের। কিছুটা ব্যতিক্রম ছিলেন আয়েশা খাতুন। ১৩তম ওভারে দলীয় ৪২ রানে তিনি যখন সাজঘরমুখী তখন তার নামের পাশে জমা ৩৯ রান! ৫২ বলে ২ চার ও ৩ ছয়ে ইনিংসটি সাজান তিনি। আয়েশার আগে আউট হওয়া শামিমা সুলতানা, ফারজানা হক আর নিগার সুলতানা রানের খাতাই খুলতে পারেননি। এরপর দুই অঙ্কের ঘরে যেতে পেরেছেন রুমানা আহমেদ (১০) আর জাহানারা আলম (১২)। বাকিরা ছিলেন চরম ব্যথর্। ইংল্যান্ডের হয়ে ১৬ রানে ৩ উইকেট নিয়েছেন কাস্টির্ গডর্ন। জবাব দিতে নেমে ইংল্যান্ড ১৩ রানে দুই উইকেট হারায়। সালমা খাতুন শুরুতে দুই ওপেনারকে বিদায় করে দিয়ে ইংলিশ শিবিরে ভয় ধরিয়ে দিয়েছিলেন। কিন্তু সেই ভয়টা ঠিকই কাটিয়ে উঠে তারা। বৃষ্টির বাগড়ায় খেলা বন্ধ হয়ে যাওয়ার আগে ৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৫ রান তুলে ফেলে তারা। এরপর আবার যখন খেলা শুরু হয়, বৃষ্টি আইনে ১৬ ওভারে ৬৪ রানের লক্ষ্য বেধে দেয়া হয় ইংল্যান্ডকে। অথার্ৎ ৭ ওভারে ৯ রান প্রয়োজন পড়ে তাদের। মাত্র তিনটি বল খেলেই প্রয়োজনটা মিটিয়ে নিয়েছে ইংলিশ মেয়েরা। তাদের পক্ষে সবোর্চ্চ ২৮ রান করেন অ্যামি জোনস। নাতালি স্কিভার করেন ২৩ রান। ১৭ রান দিয়ে দুটি উইকেট নেন সালমা। অপর উইকেটটি পেয়েছেন খাদিজাতুল কুবরা। বাংলাদেশ সময় আজ রাত দুটোয় নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে টাইগ্রেসরা। তিন দিন পর শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।