অস্ট্রেলিয়ার জন্য প্রস্তুত ভারত!

প্রকাশ | ১৪ নভেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট, ওয়ানডে এবং টি২০তে দুদার্ন্ত পারফমর্ করেছে ভারত। টেস্ট সিরিজে ধবলধোলায়ইয়ের পর টি২০তেও ক্যারিবীয়দের ৩-০ লজ্জায় ডুবিয়েছে রোহিত শমার্র দল। উইন্ডিজ সিরিজের সুখকর স্মৃতি নিয়ে এবার অস্ট্রেলিয়ায় খেলতে যাবে ভারত। আগামী ২১ নভেম্বর শুরু হবে অজিদের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো করায় অস্ট্রেলিয়া সফরে জন্য ভারতীয় দল প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন রোহিত। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি২০ সিরিজের দলে নেই ভারতের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। তাকে ছাড়া অজিদের বিপক্ষে কতটা ভালো করা সম্ভব? এমন প্রশ্নে শিখর ধাওয়ান-ঋষভ পান্তদের পারফরম্যান্স সামনে টেনে রোহিত বলেছেন, ‘সেদিন ধাওয়ান ও পান্ত খুবই ধৈযের্র সঙ্গে দারুণ সময়োপযোগী ব্যাটিং করেছেন। এমনকি আমরা সেদিন দ্রæত কয়েকটি উইকেট হারালেও তারা তা বুঝতে দেয়নি। যা কিনা এবারে অস্ট্রেলিয়া সফরে আমাদের আরও আত্মবিশ্বাসী করে তুলেছে। শিখর আগে যেখানে ৩০ ও ৪০ ঘরে পেঁৗছানোর পর আউট হয়ে যেত। কিন্তু ওইদিন সে দারুণ সংযমী ইনিংস খেলায় দলকে প্রায় জয়ের কাছে নিয়ে গিয়েছিল। যা অস্ট্রেলিয়া সফরে কাজে দেবে।’ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে শুধু ব্যাটসম্যানরা ভালো করেছেন সেটি কিন্তু নয়। জাসপ্রিত বুমরাহ, উমেশ যাদব, যুজবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদবরা খুবই নিয়ন্ত্রিত বোলিং করেছে। যেটা ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ জয়ে দারুণ কাযর্করী ভূমিকা পালন করেছে। তবে উইন্ডিজের বিপক্ষে শেষ টি২০তে ছিলেন না বুমরাহ, উমেশ এবং কুলদীপ। তারপরও সফরকারীদের ৩-০তে হারানোয় কোনো অসুবিধা হয়নি স্বাগতিকদের। দলের সেরা বোলারদের ছাড়াও এমন জয়ে ভারতও এখন অনেক আত্মবিশ্বাসী,‘ আমরা সেদিন দলের সেরা বোলারদের ছাড়া জয় পেয়েছি। তবে সেদিন আমাদের সেরা বোলার ছাড়া ওরা কিন্তু অতটা বড় স্কোর গড়তে পারেনি। আসলে সেদিন বুমরাহ, উমেশ এবং কুলদীপ না খেলায় দলে থাকা বাকি বোলাররা বাড়তি দায়িত্ব নিয়ে বোলিং করেছে। এটা অবশ্যই দলের জন্য খুব ভালো লক্ষণ।’ অস্ট্রেলিয়ার বিপক্ষে টি২০ সিরিজের দলে যেমন কোহলি খেলছেন না। টিক তেমনি এবার দলে নেই মিস্টার ‘কুল’খ্যাত মহেন্দ্র সিং ধোনি। ভারতের অনেক বড় শিরোপা জয়ের অন্যতম কারিগরকে ছাড়া এবার দল কেমন করবে। এমন ধোনিকে সেরা বললেও তাকে ছাড়া ভারত জিততে পারবে দারুণ আশাবাদী রোহিত, ‘ধোনির দলে না থাকলেও আছেন দিনেশ কাত্তিের্কর মতো একজন অভিজ্ঞ উইকেটরক্ষক ও মিডলঅডার্র ব্যাটসমান। আইপিএলে দীনেশ তো কলকাতার হয়ে অধিনায়কত্ব করেন। ধোনির মতো দীনেশের কাছ থেকে যথেষ্ট সাপোটর্ পাব বলে আশা করি। এছাড়া দলে আছেন তরুণ ঋষভ পান্ত। তাই খুব একটা অসুবিধা হবে না।’