রিয়ালের স্থায়ী কোচ হলেন সোলারি

প্রকাশ | ১৪ নভেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
চার ম্যাচ, চার জয়, ক্লিনশিট তিনটি। এই হলো অন্তবর্তীর্কালীন কোচ সান্তিয়াগো সোলারির অধীনে রিয়াল মাদ্রিদের পরিসংখ্যান। হুলেন লোপেতেগি ছঁাটাই হওয়ার পর বেশ কঠিন সময়ে স্প্যানিশ জায়ান্টদের দায়িত্ব নিয়েছিলেন তিনি। অসাধারণ দক্ষতায় সেই সময়টা পার করে দিয়েছেন। পুরস্কারটাও হাতেনাতে পেয়ে গেছেন সোলারি। তাকেই স্থায়ীভাবে কোচ নিয়োগ দিয়েছে মাদ্রিদ জায়ান্টরা। গত অক্টোবরে চিরশত্রæ বাসেের্লানার মাঠে ৫-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর বরখাস্ত হন লোপেতেগি। এরপর ‘বি’ দলের কোচ সোলারির কঁাধে আপদকালীন সময়ের জন্য দায়িত্ব তুলে দেয় রিয়াল। তবে স্প্যানিশ ফুটবলের আইনানুযায়ী দুই সপ্তাহের বেশি কেউ অন্তবর্তীর্কালীন কোচের দায়িত্বে থাকতে পারবেন না। সেই সময়টা কেটে গেছে, নতুন করে স্থায়ী কোচ নিয়োগ দিতে পারেনি রিয়াল। শেষতক সোলারির ওপরই আস্থা রেখেছে তারা। বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মাকার্। লা লিগায় রোববার সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচের পর স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে রিয়াল মাদ্রিদ সোলারিকে তাদের কোচ হিসেবে নিয়োগ দেয়ার কাগজপত্র প্রেরণ করেছে। অবশ্য আজের্ন্টাইন কোচকে স্থানীভাবে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত সেল্টা ভিগোর ম্যাচের আগেই নিয়েছিল রিয়াল। ওই ম্যাচ শেষে আনুষ্ঠানিকভাবে সেটা স্প্যানিশ ফুটবল ফেডারেশন ও সোলারিকে জানায় তারা।